রাজশাহী, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন তাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের (রাকসু) সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন করেছে। দীর্ঘ প্রতীক্ষিত ছাত্র সংগঠন নির্বাচন তদারকির জন্য সাত সদস্যের একটি নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে।
রাবি প্রশাসন গত ১৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা সিন্ডিকেটের ৫৩৮তম সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অর্থ বিভাগের অধ্যাপক আমজাদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে।
অন্য কমিশনাররা হলেন, সিন্ডিকেট সদস্য অধ্যাপক নিজাম উদ্দিন, কলেজ পরিদর্শক অধ্যাপক নজরুল ইসলাম, মানসিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক এনামুল হক, আইন বিভাগের অধ্যাপক আব্দুল হান্নান, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আমিনুল হক এবং নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ।
গত ফেব্রুয়ারির শুরুতে, প্রশাসন প্রায় ৩৬ বছর দীর্ঘ বিরতির পর জুন মাসে রাকসু নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি রোডম্যাপ তৈরি করে।
বাসসের সাথে আলাপকালে বুধবার রাবি উপাচার্য (ভিসি) অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, ‘আমরা ইতোমধ্যে নির্বাচনের জন্য একটি রোডম্যাপ তৈরি করেছি। চলতি বছরের জুনের শেষভাগে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আমরা অত্যন্ত আশাবাদী।’
নির্বাচনী রোডম্যাপ অনুসারে, শিক্ষক ও শিক্ষার্থীরা গত ২৮ মার্চের মধ্যে রাকসু প্রবিধানের খসড়া সংশোধনের ওপর পরামর্শ এবং মতামত জমা দিয়েছেন।
অধ্যাপক নকীব বলেন, ১৩ এপ্রিল চূড়ান্ত রাকসু নির্বাচনী বিধিমালা এবং নির্বাচনী আচরণবিধি প্রকাশিত হয়েছে। ২৮ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং ১৩ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র ১৫ মে বিতরণ করা হবে এবং জমা দেওয়ার সময়সীমা ১৯ মে নির্ধারণ করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর, ২২ মে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করা হবে।প্রার্থীরা ২৫ মে পর্যন্ত তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন এবং ২৭ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, জুনের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
রাবি সূত্রে জানা যায়, ছাত্র সংগঠনগুলির জোরালো দাবির প্রেক্ষিতে ১৯৬৩ সালে রাকসু প্রতিষ্ঠিত হয়েছিল। এখন পর্যন্ত মোট ২৬টি রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বর্তমানে রাকসু ভবনটি বিভিন্ন রাবি সংগঠনের সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয়েছে।