আগামীকাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

বাসস
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৩:০২

কুমিল্লা (উত্তর),১৮এপ্রিল,২০২৫(বাসস): কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামীকাল শনিবার। 

সকাল ১০ টা থেকে বাণিজ্য অনুষদ ('সি' ইউনিট) ও বিকেলে বিজ্ঞান অনুষদের ('এ' ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মানতে হবে নানা নির্দেশনা। তবে হয়রানি কমাতে পরীক্ষার হলে ব্যাগ নিয়ে প্রবেশের অনুমতি দিবে প্রশাসন।

ভর্তি পরীক্ষা বিষয়ক গত বুধবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।

ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য নির্দেশনাসমূহ হলো, পরীক্ষায় অসদুপায় অবলম্বন ঠেকাতে কেন্দ্রের ভেতর সব পরীক্ষার্থীর কান, চোখ, মুখমণ্ডল ইত্যাদি চেক করা হবে, তবে নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে নারী শিক্ষিকা দ্বারা চেক করা হবে। কেন্দ্রে পরীক্ষার্থীরা ১ ঘণ্টা আগে থেকেই প্রবেশ করতে পারবে, তবে হলে ঢুকা যাবে ৩০ মিনিট পূর্ব থেকে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রতিটি কেন্দ্রে পরিদর্শকের ভূমিকা পালন করবে।

পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময় পরে কোনো পরীক্ষার্থী আর কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। ক্যালকুলেটর, ফোন, ঘড়ি কিংবা যেকোনো ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে পরীক্ষায় বসতে পারবে না শিক্ষার্থীরা। তবে হলে ব্যাগ নিয়ে ঢুকতে পারবে, তবে হলের নির্দিষ্ট কর্নারে ব্যাগ জমা দিতে হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও কুমিল্লা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে সর্বমোট ৩০ টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবারের ভর্তি পরীক্ষা। শনিবার সকাল ১০টায় ‘সি’ ইউনিট এবং একইদিন বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের পরীক্ষা। এছাড়া ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৫ এপ্রিল বিকেল ৪টায়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, গুচ্ছ থেকে বের হয়ে এবার আমরা স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নিচ্ছি।  ভর্তি পরীক্ষা ঘিরে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আশা করি নির্বিঘ্নে ভর্তি পরীক্ষা সম্পন্ন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়ানোর আইনি বাধা নেই : আইনজীবী
আরো এক পাকিস্তানি কূটনীতিককে বহিষ্কার করলো ভারত
মস্কোর বিমান বন্দরে ড্রোন হামলা, বিমান চলাচল বন্ধ
পশ্চিমা লঘুচাপের প্রভাবে ঢাকাসহ দেশের উপকূলীয় বিভিন্ন স্থানে বৃষ্টি
ভারত-পাকিস্তান যুদ্ধ : যেসব প্রশ্নের উত্তর মেলেনি এখনো
পূর্ব ইউক্রেনের ধ্বংসস্তূপে 'ঘর' আঁকড়ে থাকা
হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ
সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর গেজেট প্রকাশ
মার্কিন বাজেট ঘাটতি নিয়ে উদ্বেগ বাড়ায় ওয়াল স্ট্রিটে বিক্রির প্রভাব পড়েছে এশিয়ার শেয়ারবাজারেও
হাইকোর্টে ডা. জুবাইদা রহমানের করা আপিলের শুনানি শুরু
১০