কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

বাসস
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৩:২৯

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

কক্সবাজার, ১৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যা  সাড়ে ছয়টার দিকে চকরিয়ার বানিয়ারছড়া স্টেশনের দক্ষিণে ময়লার স্তূপের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো,  চকরিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ছাবেতপাড়া এলাকার মনোহর আলমের ছেলে মোহাম্মদ সোহেল (২২) ও কামাল হোসেনের ছেলে নুর উল্লাহ (২২)।

মোহাম্মদ সোহেল অটোরিকশার চালক। নুর উল্লাহ অটোরিকশা চালক সোহেলের বন্ধু।

নিহত দুজনের পরিচয় নিশ্চিত করেছেন চকরিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এম নুরুস শফি।

স্থানীয়, যাত্রী ও হাইওয়ে পুলিশ জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী এসআই পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বানিয়ারছড়া স্টেশনের দক্ষিণে ময়লার স্তূপের সামনে সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়। এ সময় অটোরিকশার ভেতরে থাকা একটি ছাগল মারা গেছে। খবর পেয়ে চিরিংগা হাইওয়ে থানা-পুলিশ ও চকরিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতদের লাশ উদ্ধার করেন।

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। এ ছাড়া গাড়ি দুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জয়পুরহাটে অটোমেটেড ভূমি সেবা সংক্রান্ত কর্মশালা
ঝিনাইদহে পলিথিন বিক্রি ও মজুদ করায় জরিমানা
বাকৃবির পরিবহন সেবায় অনলাইন সিস্টেমের উদ্বোধন
টাঙ্গাইলে দুই ডিম ব্যবসায়ীকে জরিমানা
শিল্প উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ
বগুড়ায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী
ঝিনাইদহে সবুজ ক্যাম্পাস বিনির্মাণে চারা রোপণ
নাটোরে সাপের কামড় প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
পিএসসি’তে নতুন ৩ সদস্য নিয়োগ
ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের লক্ষ্যবস্তু করে এআই ব্যবহার করছে যুক্তরাষ্ট্র: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
১০