কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

বাসস
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৩:২৯

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

কক্সবাজার, ১৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যা  সাড়ে ছয়টার দিকে চকরিয়ার বানিয়ারছড়া স্টেশনের দক্ষিণে ময়লার স্তূপের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো,  চকরিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ছাবেতপাড়া এলাকার মনোহর আলমের ছেলে মোহাম্মদ সোহেল (২২) ও কামাল হোসেনের ছেলে নুর উল্লাহ (২২)।

মোহাম্মদ সোহেল অটোরিকশার চালক। নুর উল্লাহ অটোরিকশা চালক সোহেলের বন্ধু।

নিহত দুজনের পরিচয় নিশ্চিত করেছেন চকরিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এম নুরুস শফি।

স্থানীয়, যাত্রী ও হাইওয়ে পুলিশ জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী এসআই পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বানিয়ারছড়া স্টেশনের দক্ষিণে ময়লার স্তূপের সামনে সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়। এ সময় অটোরিকশার ভেতরে থাকা একটি ছাগল মারা গেছে। খবর পেয়ে চিরিংগা হাইওয়ে থানা-পুলিশ ও চকরিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতদের লাশ উদ্ধার করেন।

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। এ ছাড়া গাড়ি দুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সূর্যবংশীর রেকর্ড গড়া ম্যাচে হারল রাজস্থান
বিগত তিন নির্বাচনে অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এনসিপি’র
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
ঝালকাঠিতে ১০ শহীদের পরিবারকে অর্থ সহায়তা প্রদান
১০