কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

বাসস
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৩:২৯

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

কক্সবাজার, ১৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যা  সাড়ে ছয়টার দিকে চকরিয়ার বানিয়ারছড়া স্টেশনের দক্ষিণে ময়লার স্তূপের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো,  চকরিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ছাবেতপাড়া এলাকার মনোহর আলমের ছেলে মোহাম্মদ সোহেল (২২) ও কামাল হোসেনের ছেলে নুর উল্লাহ (২২)।

মোহাম্মদ সোহেল অটোরিকশার চালক। নুর উল্লাহ অটোরিকশা চালক সোহেলের বন্ধু।

নিহত দুজনের পরিচয় নিশ্চিত করেছেন চকরিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এম নুরুস শফি।

স্থানীয়, যাত্রী ও হাইওয়ে পুলিশ জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী এসআই পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বানিয়ারছড়া স্টেশনের দক্ষিণে ময়লার স্তূপের সামনে সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়। এ সময় অটোরিকশার ভেতরে থাকা একটি ছাগল মারা গেছে। খবর পেয়ে চিরিংগা হাইওয়ে থানা-পুলিশ ও চকরিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতদের লাশ উদ্ধার করেন।

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। এ ছাড়া গাড়ি দুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০