মুন্সীগঞ্জ, ১৮ এপ্রিল, ২০২৫ ( বাসস ) : জেলার টঙ্গিবাড়ী উপজেলার তস্তিপুর গ্রামে বজ্রপাতে এক স্কুল ছাত্র আবির দেওয়ানের ( ১৪) মৃত্যু এবং অরো ৩ জন আহত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ২ টার সময় বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আবির অন্য আরো ৩জনকে নিয়ে মাছ ধরার জন্য গাছের ডাল কেটে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ফেলছিল।
এ সময় বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত হলে আবির বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে।সঙ্গে থাকা অন্য আরো ৩ জন আহত হয়।
আহতরা হলো মো. রতন দেওয়ান ( ৩৮) , মোহন মোল্লা ( ৪০ ) এবং আমিন দেওয়ান ( ৩৫)।
আহতদের টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
নিহত আবির দেওয়ান আউটশাহী ইউনিয়নের তস্তিপুর গ্রামের আলমগীর দেওয়ানের ছেলে।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিদুল ইসলাম জানান, আবির দেওয়ানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।