নোয়াখালীর সোনাইমুড়ীতে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে গেছে

বাসস
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৪:১১
প্রতীকী ছবি

নোয়াখালী, ১৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার সোনাইমুড়ীর আমিশাপাড়া ইউনিয়নের আমিশাপাড়া বাজারে অগ্নিকাণ্ডের ছোট-বড় ৯টি দোকান পুড়ে গেছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে বাজারের প্রায় বেশির ভাগ দোকান বন্ধ হয়ে যায়। এর কিছুক্ষণ পর উত্তর বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন দেখে নিয়ন্ত্রণের জন্য আসেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে প্রথমে সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পরে চৌমুহনী ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আসে। 

তবে এর আগে বাজারের মুদি ও চা-দোকানসহ ছোট-বড় প্রায় ৯টি দোকান পুড়ে যায়।

সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের টিম লিডার শাহাদাত হোসেন বলেন, সোনাইমুড়ী ও চৌমুহনী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ক্ষতিগ্রস্ত দোকানগুলো থেকে কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হবিগঞ্জে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে গেছে
বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন জনগণ মেনে নিবে না : ডা. শফিকুর রহমান
বিশ্বে প্রথমবার বেইজিংয়ে হাফ ম্যারাথনে অংশ নিল দু-পেয়ে রোবট
শীতলক্ষ্যায় নৌকাডুবি, নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার
ফ্যাসিবাদ নির্মূলে এনসিপি নেতৃবৃন্দের ভূমিকা অগ্রগণ্য : আলী রীয়াজ
হ্যানয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণু আলোচনায় বসতে রোমে পৌঁছেছেন ইরানের প্রতিনিধিদল: ইরানের রাষ্ট্রীয় টিভি
এফওসি-র পর ঢাকা ও ইসলামাবাদের মধ্যে রাজনৈতিক পর্যায়ের অগ্রগতির আশা বিশ্লেষকদের
সুদানের শিবিরে হামলার শিকার ব্যক্তিরা 'বিপর্যয়কর পরিস্থিতিতে': এমএসএফ
নাটোরে দিন ব্যাপী হজ প্রশিক্ষণ শুরু
১০