নোয়াখালী, ১৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার চাটখিল থেকে গত ৫ আগস্টে লুট হওয়া একটি টিআর মডেলের গ্যাস গান উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া একটার দিকে উপজেলার পাঁচগাও ইউনিয়নের আবু তরাফ গ্রাম থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক জাকির হোসেন ও তার সঙ্গে থাকা সদস্যরা চাটখিল উপজেলার পাঁচগাও ইউপির এক নম্বর ওয়ার আবু তরাফ এলাকায় বুড়ির পোলের পূর্ব পার্শ্বে আহম্মদ ভুইয়ার পরিত্যক্ত খালি জায়গায় অভিযান চালায়। এসময় প্লাস্টিকের বস্তার ভেতর থেকে একটি টিআর গ্যাস গান উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,উদ্ধার করা গ্যাস গানটি গত ৫ আগস্ট দুষ্কৃতিকারীরা চাটখিল থানা থেকে লুট করেছিলো ।
এ বিষয়ে তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।