ড্যাফোডিল ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী ‘ডিআইইউ ফার্মা ক্যারিয়ার এক্সপো-২০২৫’ শুরু

বাসস
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৬:০০

ঢাকা, ১৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের আয়োজনে আজ থেকে দু’দিনব্যাপী ‘ডিআইইউ ফার্মা ক্যারিয়ার এক্সপো-২০২৫’ শুরু হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে এ ক্যারিয়ার এক্সপো’র উদ্বোধন করেন বাংলাদেশ এসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল মুক্তাদির। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন একাডেমিক এফেয়ার্সের ডিন প্রফেসর ড. মোস্তফা কামাল,  হেলথ এন্ড লাইফ সায়েন্সস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মুনিরুদ্দিন আহমেদ, ফার্মেসি বিভাগের প্রধান ড. শরীফা সুলতানা ও অধ্যাপক মুনিরুদ্দিন আহমেদ। 

অনুষ্ঠানে ফর্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ শিক্ষার্থীদের সঙ্গে তাদের জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা শেয়ার করেন এবং ক্যারিয়ার নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে ছিলো র‌্যালি, ফার্মা অলিম্পিয়াড, সেমিনার, কর্মশালা, পোস্টার প্রেজেন্টেশন, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। 

সহস্রাধিক শিক্ষার্থী, অ্যালামনাই ও ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দেশের শীর্ষস্থানীয় ২০টি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এ ক্যারিয়ার ফেস্টে অংশগ্রহণ করছে। 
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না : ড. মঈন খান
চিরনিদ্রায় শায়িত হলেন জাবি শিক্ষক সৌমিতা
ওমানের বিপক্ষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ১৬০ রান
মিরপুর সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে অভিনয় ও আবৃত্তি কর্মশালা অনুষ্ঠিত
কক্সবাজারে বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের ৫ সদস্য আটক
নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী সুশিলা কার্কি
সেঞ্চুরি থেকে ৪ উইকেট দূরে তাসকিন
শ্রীলংকাকে হারিয়ে সুপার ফোরের পথে একধাপ এগিয়ে যেতে চায় বাংলাদেশ
পটুয়াখালী উপকূলে ধরা পড়েছে বিরল ‘তবলা মাছ’
সিএমপি স্কুলের ২৭ শিক্ষার্থী পেলো পুনাক মেধাবৃত্তি
১০