কর্ণফুলীতে আগুনে পুড়ে ছাই ৬ ঘর, নারীসহ দগ্ধ ৩

বাসস
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৬:০৫
ছবি : বাসস

চট্টগ্রাম (দক্ষিণ), ১৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের কর্ণফুলীতে অগ্নিকাণ্ডে ছয়টি আধাপাকা বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় নারীসহ তিনজন দগ্ধ হয়েছেন।

আগুনে দগ্ধ মো. ইব্রাহিম (৫০) ও মো. শফিক (৪৭) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মা লায়লা বেগম (৭০)  প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

গতরাত ৩ টার দিকে উপজেলার শিকলবাহা (৪ নম্বর ওয়ার্ড) শাহ অহিদিয়া পাড়ার মৌলানা হাসেমের বাড়িতে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে যাদের ঘর পুড়ে গেছে তারা হলেন; মো. ইব্রাহিম (৫০), মো. শফিক (৪৭), মো. ইসহাক (৪০), মো. শুক্কুর (৫০), মনা মিয়া (৪৮) এবং কালাম (৫০)। তারা সবাই একই পরিবারের সদস্য। 

অগ্নিদগ্ধ মো. শফিক বাসসকে বলেন, রাতে পরিবারে সবাই ঘুমিয়ে ছিলাম। আগুনের তাপে হঠাৎ ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠেই দেখি ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে।

আমরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তখন পাশের গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে আমি ও আমার ভাই ইব্রাহিমের শরীরের কয়েকটি স্থান পুড়ে যায়।

কর্ণফুলী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইদুজ্জামান বলেন, খবর পেয়েই সাথে সাথে আমরা ঘটনাস্থলে যাই। প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ঘটনাস্থলের রাস্তাগুলো ছোট হওয়ায় গাড়ি নিয়ে  যেতে একটু বেশি সময় লেগেছে।  ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এ ঘটনায় তিনজন আহত হয়। এতে প্রায় ৩৬ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অনেকগুলো নগদ টাকা পুড়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভর্তুকি মূল্যে পাটের তৈরি বাজারের ব্যাগ সরবরাহ করা হবে: পরিবেশ উপদেষ্টা 
হবিগঞ্জে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে গেছে
বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন জনগণ মেনে নিবে না : ডা. শফিকুর রহমান
বিশ্বে প্রথমবার বেইজিংয়ে হাফ ম্যারাথনে অংশ নিল দু-পেয়ে রোবট
শীতলক্ষ্যায় নৌকাডুবি, নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার
ফ্যাসিবাদ নির্মূলে এনসিপি নেতৃবৃন্দের ভূমিকা অগ্রগণ্য : আলী রীয়াজ
হ্যানয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণু আলোচনায় বসতে রোমে পৌঁছেছেন ইরানের প্রতিনিধিদল: ইরানের রাষ্ট্রীয় টিভি
এফওসি-র পর ঢাকা ও ইসলামাবাদের মধ্যে রাজনৈতিক পর্যায়ের অগ্রগতির আশা বিশ্লেষকদের
সুদানের শিবিরে হামলার শিকার ব্যক্তিরা 'বিপর্যয়কর পরিস্থিতিতে': এমএসএফ
১০