কর্ণফুলীতে আগুনে পুড়ে ছাই ৬ ঘর, নারীসহ দগ্ধ ৩

বাসস
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৬:০৫
ছবি : বাসস

চট্টগ্রাম (দক্ষিণ), ১৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের কর্ণফুলীতে অগ্নিকাণ্ডে ছয়টি আধাপাকা বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় নারীসহ তিনজন দগ্ধ হয়েছেন।

আগুনে দগ্ধ মো. ইব্রাহিম (৫০) ও মো. শফিক (৪৭) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মা লায়লা বেগম (৭০)  প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

গতরাত ৩ টার দিকে উপজেলার শিকলবাহা (৪ নম্বর ওয়ার্ড) শাহ অহিদিয়া পাড়ার মৌলানা হাসেমের বাড়িতে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে যাদের ঘর পুড়ে গেছে তারা হলেন; মো. ইব্রাহিম (৫০), মো. শফিক (৪৭), মো. ইসহাক (৪০), মো. শুক্কুর (৫০), মনা মিয়া (৪৮) এবং কালাম (৫০)। তারা সবাই একই পরিবারের সদস্য। 

অগ্নিদগ্ধ মো. শফিক বাসসকে বলেন, রাতে পরিবারে সবাই ঘুমিয়ে ছিলাম। আগুনের তাপে হঠাৎ ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠেই দেখি ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে।

আমরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তখন পাশের গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে আমি ও আমার ভাই ইব্রাহিমের শরীরের কয়েকটি স্থান পুড়ে যায়।

কর্ণফুলী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইদুজ্জামান বলেন, খবর পেয়েই সাথে সাথে আমরা ঘটনাস্থলে যাই। প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ঘটনাস্থলের রাস্তাগুলো ছোট হওয়ায় গাড়ি নিয়ে  যেতে একটু বেশি সময় লেগেছে।  ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এ ঘটনায় তিনজন আহত হয়। এতে প্রায় ৩৬ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অনেকগুলো নগদ টাকা পুড়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০