মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুম্বাইয়ে কূটনৈতিক সংবর্ধনা

বাসস
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৬:১৭
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুম্বাইয়ে কূটনৈতিক সংবর্ধনা। ছবি: হাইকমিশন অফিস

ঢাকা, ১৮ এপ্রিল, ২০২৫ (বাসস): যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভারতের মুম্বাইয়ে বাংলাদেশ উপ-হাইকমিশন মহান স্বাধীনতার ৫৪তম বার্ষিকী এবং জাতীয় দিবস উদ্‌যাপন করেছে।

এই উপলক্ষে মুম্বাইয়ের হোটেল তাজ মহল প্যালেসে কূটনৈতিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মহারাষ্ট্র সরকারের পক্ষে সংবর্ধনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্যসচিব ও প্রধান রাষ্ট্রাচার কর্মকর্তা মিজ মনিষা পাটানকর মাহেশকর।

আজ এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এসময় অনুষ্ঠানে মুম্বাইয়ে নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার ফারহানা আহমেদ চৌধুরী এবং তার স্পাউস মোহাম্মদ শফিউল্লাহর সঙ্গে কেক-কাটা এবং আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন।

মহারাষ্ট্র সরকারের প্রধান অতিরিক্ত মুখ্যসচিব ও প্রধান রাষ্ট্রাচার কর্মকর্তা ভাষণে সুপ্রাচীন সভ্যতার সূচনালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশ ও ভারতের মধ্যে যে গভীর সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক বিদ্যমান তার ওপর আলোকপাত করেন। তিনি আশা ব্যক্ত করেন যে, এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনাগত সময়ে আরো জোরদার হবে।

বাংলাদেশ উপ-হাইকমিশনার ফারহানা আহমেদ চৌধুরী স্বাগত বক্তব্যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সব শহীদ, বীরাঙ্গনা ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া, তিনি বাংলাদেশে ন্যায়বিচার ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে জুলাই-আগস্ট ২৪’র গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।

উপ-হাইকমিশনার বলেন, প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনুস বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত, অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ।

তিনি অর্থনৈতিক কেন্দ্র হিসেবে মুম্বাই ও উদীয়মান শিল্পকেন্দ্র গুজরাটের বিভিন্ন ব্যবসায়ীদের জন্য বাংলাদেশে বিনিয়োগ এবং বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে তাদের সহযোগিতার অপার সম্ভাবনার বিষয়টি তুলে ধরেন।

অনুষ্ঠানে মহারাষ্ট্রে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, মুম্বাইভিত্তিক ভারতের স্বনামধন্য ব্যবসায়ী ও চেম্বার নেতৃবৃন্দ, ভারতের বর্ষীয়ান সামরিক কর্মকর্তারা, মহারাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী, শিল্পী, সাংবাদিক ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা তাদের পরিবারসহ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হবিগঞ্জে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে গেছে
বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন জনগণ মেনে নিবে না : ডা. শফিকুর রহমান
বিশ্বে প্রথমবার বেইজিংয়ে হাফ ম্যারাথনে অংশ নিল দু-পেয়ে রোবট
শীতলক্ষ্যায় নৌকাডুবি, নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার
ফ্যাসিবাদ নির্মূলে এনসিপি নেতৃবৃন্দের ভূমিকা অগ্রগণ্য : আলী রীয়াজ
হ্যানয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণু আলোচনায় বসতে রোমে পৌঁছেছেন ইরানের প্রতিনিধিদল: ইরানের রাষ্ট্রীয় টিভি
এফওসি-র পর ঢাকা ও ইসলামাবাদের মধ্যে রাজনৈতিক পর্যায়ের অগ্রগতির আশা বিশ্লেষকদের
সুদানের শিবিরে হামলার শিকার ব্যক্তিরা 'বিপর্যয়কর পরিস্থিতিতে': এমএসএফ
নাটোরে দিন ব্যাপী হজ প্রশিক্ষণ শুরু
১০