রাজশাহীর আদালত থেকে পালিয়ে যাওয়া আসামি আটক

বাসস
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৯:০৯
রাজশাহীর আদালত চত্বর পালিয়ে যাওয়া আসামিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। ছবি: বাসস

রাজশাহী, ১৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : রাজশাহীর আদালত চত্বর থেকে আরিফ (২৫) নামে এক পালিয়ে যাওয়া আসামিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে রাজশাহীর অভয়ের মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি সে। আটকৃত আরিফ রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন তেরখাদিয়া ডাবতলা এলাকার জাকির হোসেনের ছেলে।

এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার মিডিয়া সাবিনা ইয়াসমিন বাসস’কে বলেন, আদালত চত্বর থেকে হাত কড়াসহ পালিয়ে যাওয়া আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি আরিফকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ থেকে হাজিরা শেষে নিয়ে যাচ্ছিলেন কন্সটেবল মাহমুদুল হাসানসহ অপর এক কনস্টেবল। এসময় ওই আসামি হাতকড়াসহ পালিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০