রাজশাহীর আদালত থেকে পালিয়ে যাওয়া আসামি আটক

বাসস
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৯:০৯
রাজশাহীর আদালত চত্বর পালিয়ে যাওয়া আসামিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। ছবি: বাসস

রাজশাহী, ১৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : রাজশাহীর আদালত চত্বর থেকে আরিফ (২৫) নামে এক পালিয়ে যাওয়া আসামিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে রাজশাহীর অভয়ের মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি সে। আটকৃত আরিফ রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন তেরখাদিয়া ডাবতলা এলাকার জাকির হোসেনের ছেলে।

এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার মিডিয়া সাবিনা ইয়াসমিন বাসস’কে বলেন, আদালত চত্বর থেকে হাত কড়াসহ পালিয়ে যাওয়া আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি আরিফকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ থেকে হাজিরা শেষে নিয়ে যাচ্ছিলেন কন্সটেবল মাহমুদুল হাসানসহ অপর এক কনস্টেবল। এসময় ওই আসামি হাতকড়াসহ পালিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাওরে ইজারা থাকা উচিৎ নয়: ফরিদা আখতার
ইসরাইলি হামলায় গাজায় নিহত ৬৪
নদীর চিহ্ন নেই! খরস্রোতা ধরলা-বারোমাসিয়ার বুকে সবুজ ফসলের সমারোহ
দামেস্কে মার্কিন রিপাবলিকান কংগ্রেসম্যানের সঙ্গে সিরীয় নেতার সাক্ষাৎ
আগামী সপ্তাহে চীন সফরে যাবেন ইরানের শীর্ষ কূটনীতিক
সফলভাবে ৬টি উপগ্রহ উৎক্ষেপণ করেছে চীন
আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা
তিউনিসিয়ার বিরোধীদলীয় নেতাদের কারাদণ্ড
ফিলিপাইনে গুড ফ্রাইডেতে রক্তাক্ত নাট্যাঞ্জলি : ৩৬তম ও শেষবার ক্রুশবিদ্ধ হলেন রুবেন এনাজে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শনিবার থেকে শুরু হয়েছে
১০