রাজশাহীর আদালত থেকে পালিয়ে যাওয়া আসামি আটক

বাসস
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৯:০৯
রাজশাহীর আদালত চত্বর পালিয়ে যাওয়া আসামিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। ছবি: বাসস

রাজশাহী, ১৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : রাজশাহীর আদালত চত্বর থেকে আরিফ (২৫) নামে এক পালিয়ে যাওয়া আসামিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে রাজশাহীর অভয়ের মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি সে। আটকৃত আরিফ রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন তেরখাদিয়া ডাবতলা এলাকার জাকির হোসেনের ছেলে।

এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার মিডিয়া সাবিনা ইয়াসমিন বাসস’কে বলেন, আদালত চত্বর থেকে হাত কড়াসহ পালিয়ে যাওয়া আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি আরিফকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ থেকে হাজিরা শেষে নিয়ে যাচ্ছিলেন কন্সটেবল মাহমুদুল হাসানসহ অপর এক কনস্টেবল। এসময় ওই আসামি হাতকড়াসহ পালিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জয়পুরহাটে অটোমেটেড ভূমি সেবা সংক্রান্ত কর্মশালা
ঝিনাইদহে পলিথিন বিক্রি ও মজুদ করায় জরিমানা
বাকৃবির পরিবহন সেবায় অনলাইন সিস্টেমের উদ্বোধন
টাঙ্গাইলে দুই ডিম ব্যবসায়ীকে জরিমানা
শিল্প উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ
বগুড়ায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী
ঝিনাইদহে সবুজ ক্যাম্পাস বিনির্মাণে চারা রোপণ
নাটোরে সাপের কামড় প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
পিএসসি’তে নতুন ৩ সদস্য নিয়োগ
ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের লক্ষ্যবস্তু করে এআই ব্যবহার করছে যুক্তরাষ্ট্র: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
১০