রাজশাহীর আদালত থেকে পালিয়ে যাওয়া আসামি আটক

বাসস
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৯:০৯
রাজশাহীর আদালত চত্বর পালিয়ে যাওয়া আসামিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। ছবি: বাসস

রাজশাহী, ১৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : রাজশাহীর আদালত চত্বর থেকে আরিফ (২৫) নামে এক পালিয়ে যাওয়া আসামিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে রাজশাহীর অভয়ের মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি সে। আটকৃত আরিফ রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন তেরখাদিয়া ডাবতলা এলাকার জাকির হোসেনের ছেলে।

এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার মিডিয়া সাবিনা ইয়াসমিন বাসস’কে বলেন, আদালত চত্বর থেকে হাত কড়াসহ পালিয়ে যাওয়া আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি আরিফকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ থেকে হাজিরা শেষে নিয়ে যাচ্ছিলেন কন্সটেবল মাহমুদুল হাসানসহ অপর এক কনস্টেবল। এসময় ওই আসামি হাতকড়াসহ পালিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০