কুয়াকাটায় রাখাইনদের বর্ষবরণ ‘মাহা সাংগ্রাই জলকেলি’ উৎসব শুরু

বাসস
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৯:০৯
কুয়াকাটায় রাখাইনদের বর্ষবরণ ‘মাহা সাংগ্রাই জলকেলি’ উৎসব শুরু। ছবি: বাসস

পটুয়াখালী, ১৮ এপ্রিল, ২০২৫ (বাসস): পুরোনো বছরের গ্লানি, দুঃখ-বঞ্চনা ধুঁয়ে-মুছে নতুন আগামীর প্রত্যাশায় কুয়াকাটায় রাখাইন মহিলা মার্কেট মাঠে শুরু হয়েছে আদিবাসী রাখাইন সম্প্রদায়ের ‘রাখাইন মাহা সাংগ্রাই জলকেলি’ উৎসব-২০২৫।

আজ শুক্রবার বিকেল ৪টায় থেকে শুরু এ উৎসবে অংশ নেয় কলাপাড়া উপজেলা ও বরগুনার তালতলীর বিভিন্ন রাখাইন পল্লির নারী-পুরুষসহ যুবরা।

উৎসবে শামিল হয় ছোট-বড় সব বয়সী রাখাইন বাসিন্দা। তিন দিনব্যাপী এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজের অধ্যক্ষ ড. ফাতেমা হেরেন, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান, মহিপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান প্রমুখ। সভাপতিত্ব করেন পটুয়াখালী রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এমং তালুকদার।

রাখাইন মাহা সাংগ্রাইন, বর্ষবরণ ও জলকেলি উৎসব উদ্‌যাপন কমিটি আয়োজিত এই সাংগ্রাই উৎসবকে ঘিরে কুয়াকাটার কেরানীপাড়া রাখাইন পল্লিতে শুক্রবার সকাল থেকে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। শতশত রাখাইন নারী-পুরুষ যুবরা অংশ নেয় বর্ষবরণ ও জলকেলি উৎসবে।

বিশেষ করে জলকেলি উৎসবে ভিড় ছিল লক্ষণীয়। কলাপাড়া উপজেলার অন্তত ২৭ রাখাইন পল্লীসহ বরগুনার তালতলী উপজেলার রাখাইনরা এই অনুষ্ঠানে বরাবরের মতো অংশ নেয়। তারা সকাল থেকে ধর্মীয়, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিকেলে জলকেলি উৎসবে মিলিত হয়েছেন। তারা পুরোনো বছরের পঙ্কিলতাকে ধুঁয়ে-মুছে নতুন বছরকে স্বাগত জানায় এই উৎসবের মধ্য দিয়ে।

আদিবাসী রাখাইন সম্প্রদায়ের বিশ্বাস পুঁজা-অর্চনা ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান শেষে নতুন বছরের শুরুতে এ দিনগুলোতে যুব যুবতীরা একে অপরের প্রতি জল ছুড়ে দিলে সকল পঙ্কিলতা ধুয়ে মুছে নতুন জীবনের ধারা সূচিত হবে। তাই তারা প্রাণের উচ্ছ্বাসে মেতে ওঠে জলকেলি উৎসবে। 

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে রাখাইন তরুণী ও শিশুরা নৃত্য পরিবেশন করে। পরে তারা জলকেলি উৎসবে অংশ নেয়। বর্ণাঢ্য এই উৎসবকে ঘিরে কলাপাড়া উপজেলার বিভিন্ন রাখাইন পল্লিতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। রাখাইন পরিবারের সদস্যরা নতুন পোশাকে সজ্জিত হয়ে উপস্থিত হন এ অনুষ্ঠানে।

তিন দিনব্যাপী এই উৎসবে শুধু রাখাইন নয়, বিভিন্ন ধর্মাবলম্বী শত শত মানুষের ভিড় জমে। সাগরপারের কুয়াকাটায় বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। আগামী রোববার এ উৎসবের সমাপ্তি ঘটবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফারহান ফাইয়াজের মতো শহীদদের স্মরণে নতুন করে দেশ গড়ব : শারমীন এস মুরশিদ
বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না : ড. মঈন খান
চিরনিদ্রায় শায়িত হলেন জাবি শিক্ষক সৌমিতা
ওমানের বিপক্ষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ১৬০ রান
মিরপুর সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে অভিনয় ও আবৃত্তি কর্মশালা অনুষ্ঠিত
কক্সবাজারে বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের ৫ সদস্য আটক
নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী সুশিলা কার্কি
সেঞ্চুরি থেকে ৪ উইকেট দূরে তাসকিন
শ্রীলংকাকে হারিয়ে সুপার ফোরের পথে একধাপ এগিয়ে যেতে চায় বাংলাদেশ
পটুয়াখালী উপকূলে ধরা পড়েছে বিরল ‘তবলা মাছ’
১০