কক্সবাজার-মহেশখালী নৌপথে পরীক্ষামূলকভাবে সি-ট্রাক চলাচল 

বাসস
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৯:২৪
কক্সবাজার-মহেশখালী নৌপথে পরীক্ষামূলকভাবে সি-ট্রাক চলাচল। ছবি: বাসস

কক্সবাজার, ১৮ এপ্রিল ২০২৫ (বাসস): জেলায় আজ কক্সবাজার শহরের ছয় নাম্বার জেটি ঘাট থেকে কক্সবাজার- মহেশখালী নৌপথে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে সি-ট্রাক (ফেরি) চলাচল শুরু হয়েছে। 

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় এ রুটে পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো এ সি-ট্রাক (ফেরি) চালু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে যাতায়াতের নৌ-রুটে ১০ কিলোমিটার সমুদ্রপথে ফেরি চলাচলের দাবি ছিলো দীর্ঘদিনের। পরে ৫ আগস্টের পর মহেশখালীর জনগনের দাবির প্রেক্ষিতে এই সি-ট্রাক (ফেরি) চালু করেছে সরকার। সাথে যুক্ত হয়েছে পন্টুন। এই সি-ট্রাকে কক্সবাজার শহর থেকে মহেশখালীতে একসাথে ২০০ থেকে ২৫০ জন যাত্রী যাওয়া-আসা করতে পারবেন।

এদিকে, সি-ট্রাক চলাচল শুরু হওয়ার খবরে দ্বীপ উপজেলা মহেশখালীতে মানুষের মধ্যে আনন্দ -উচ্ছাস দেখা দিয়েছে। তারা জানান, তাদের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। এই সি-ট্রাকের বদৌলতে মানুষের ভোগান্তি অনেক কমে আসবে। বিশেষ করে অসুস্থ, বৃদ্ধ লোকজন ও গর্ভবতী মহিলাদের জন্য উপকার হবে।

জেলায় বিআইডব্লিউটিএ-এর পরিচালক একেএম আরিফ উদ্দিন জানান, মহেশখালীর জনগনের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সরকার শুক্রবার থেকে কক্সবাজার মহেশখালী নৌপথে পরীক্ষামূলকভাবে সি-ট্রাক চালু করেছে। পরে অনুষ্ঠানিকভাবে চলাচল শুরু হবে।

মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, প্রথমবারের মতো যাত্রী নিয়ে সি-ট্রাক ভিড়েছে মহেশখালী জেটি ঘাটে। সেখানে পল্টুন স্থাপন করা হয়েছে। 

এদিকে শুক্রবার সকাল থেকে জেটিঘাটে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলার মহেশখালী-কুতুবদিয়ার সাবেক সংসদ সদস্য আলমগীর ফরিদ, মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন, সাবেক পৌর মেয়র সরওয়ার আজম প্রমুখ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০