পরিবেশবান্ধব পদ্ধতিতে তৈরি বস্ত্রের প্রসারে কাজ করতে হবে : পরিবেশ উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ২০:০৮
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শুক্রবার সন্ধ্যায় গুলশানের এজওয়াটার গ্যালারিতে মাহীন খানের বৈশাখী উৎসব ও "ক্রাফটিং দ্য মেনি থ্রেডস অফ কালচারাল টেক্সটাইলস" প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি

ঢাকা, ১৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশবান্ধব পদ্ধতিতে তৈরি ঐতিহ্যবাহী বস্ত্রের প্রসারে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, টেকসই উন্নয়নের সঙ্গে সাংস্কৃতিক ঐতিহ্য গভীরভাবে যুক্ত। আমাদের ঐতিহ্য সংরক্ষণ মানে পরিবেশ রক্ষা করা।

আজ শুক্রবার সন্ধ্যায় গুলশানের এজওয়াটার গ্যালারিতে মাহীন খানের বৈশাখী উৎসব ও "ক্রাফটিং দ্য মেনি থ্রেডস অফ কালচারাল টেক্সটাইলস" প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 

সৈয়দা রিজওয়ানা হাসান ফ্যাশন ডিজাইনার মাহীন খানের উদ্যোগের প্রশংসা করে বলেন, এই প্রদর্শনী ডিজাইনারের সৃজনশীলতার পরিচয়। তিনি ঐতিহ্য টিকিয়ে রাখতে টেকসই পন্থা গ্রহণ করেছেন। এই কাজ শুধু শিল্প নয়, এটি টেকসই ভবিষ্যতের পথও দেখাবে। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিজাইনার মাহীন খান, আয়োজক শৈবাল সাহা, ইউসিবি ও এমটিবি ব্যাংকের প্রতিনিধি।

প্রদর্শনীর সঙ্গে মিল রেখে বৈশাখী উৎসবের গান, ফ্যাশন শো এবং বাংলার নববর্ষ উদযাপন হয়। এতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে শিল্পী, ডিজাইনার ও সংস্কৃতিমনা দর্শকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাওরে ইজারা থাকা উচিৎ নয়: ফরিদা আখতার
ইসরাইলি হামলায় গাজায় নিহত ৬৪
নদীর চিহ্ন নেই! খরস্রোতা ধরলা-বারোমাসিয়ার বুকে সবুজ ফসলের সমারোহ
দামেস্কে মার্কিন রিপাবলিকান কংগ্রেসম্যানের সঙ্গে সিরীয় নেতার সাক্ষাৎ
আগামী সপ্তাহে চীন সফরে যাবেন ইরানের শীর্ষ কূটনীতিক
সফলভাবে ৬টি উপগ্রহ উৎক্ষেপণ করেছে চীন
আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা
তিউনিসিয়ার বিরোধীদলীয় নেতাদের কারাদণ্ড
ফিলিপাইনে গুড ফ্রাইডেতে রক্তাক্ত নাট্যাঞ্জলি : ৩৬তম ও শেষবার ক্রুশবিদ্ধ হলেন রুবেন এনাজে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শনিবার থেকে শুরু হয়েছে
১০