ইন্ট্রাকো কোম্পানির সাথে গ্যাস চুক্তি বাতিলসহ পাঁচ দফা দাবিতে ভোলায় ছাত্র-জনতার বিক্ষোভ

বাসস
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৫:৩১
রবিবার ভোলা সদরের বাংলা স্কুল মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

ভোলা, ২০ এপ্রিল, ২০২৫ (বাসস) : স্বৈরশাসক আমলে জেলার গ্যাস বিক্রিতে ইন্ট্রাকো কোম্পানির সাথে করা চুক্তি বাতিলসহ পাঁচ দফা দাবিতে ভোলায় ছাত্র-জনতা বিক্ষোভ করেছে। পাঁচ দফায় অন্যান্য দাবির মধ্যে রয়েছে ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ভোলায় মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন এবং ঘরে ঘরে গ্যাস সংযোগ স্থাপন।

ভোলা সদরের বাংলা স্কুল মাঠে আজ সকালে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সামাজিক সংগঠন আগামীর ভোলা এ সমাবেশ আয়োজন করে। সমাবেশে জেলার সাত উপজেলার শতশত ছাত্র-জনতা অধিকার আদায়ের মিছিল নিয়ে সমবেত হন। বৈষম্য বিরোধী ছাত্র-জনতা ছাড়াও জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোলার গণমানুষের এই ৫ দফা দাবির বিপক্ষে গিয়ে যারা কাজ করবে বা বিরোধিতা করবে তাদের ভোলার গণমানুষের শক্র হিসেবে চিহ্নিত করা হবে। তাদের মুখোশ উন্মোচন করে তাদের সমুচিত জবাব দেওয়া হবে।

 

পাঁচ দফা দাবি আদায়ের সাথে একাত্মতা প্রকাশ করে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মো. রাইসুল আলম, জেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হারুনর রশীদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক ও বশির আহমেদ, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি আতাউর রহমান মোমতাজী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসীর আলম রবিন চৌধুরী, শহিদ জিয়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ খালেদা খানম, ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ মোবাশ্বিরুল হক নাইম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ভোলা জেলার সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রনি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলামিন হাওলাদারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মীর মো. জসিম উদ্দিন এ সমাবেশে সভাপতিত্ব করেন।  

সমাবেশ শেষে সর্বস্তরের জনতা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে পাঁচ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের হাতে তুলে দেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১৮ এপ্রিল) থেকে উল্লিখিত পাঁচ দফা দাবিতে বিক্ষোভ শুরু করে ছাত্র-জনতা। বিক্ষোভের প্রথম দিন ইন্ট্রাকো কোম্পানির দুটি গ্যাস ভর্তি গাড়ি এবং গতকাল দ্বিতীয় দিনে গ্যাসভর্তি তিনটি গাড়ি আটক করে। ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল এলাকায় এসব গাড়ি আটকে দিয়ে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় ছাত্র-জনতা। 

এসময় ভোলা সদর উপজেলার ইউএনও আরিফুজ্জামান ও ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসনাইন আহমেদ পারভেজ সেখানে গিয়ে বিক্ষুব্ধ আন্দোলনকারীদের নিবৃত্ত করতে ব্যর্থ হন।

দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজক নেতৃবৃন্দ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দোহারের আওয়ামী লীগ নেতা শেখ রুনু ও সেন্টু গ্রেফতার  
উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ
আগস্টের ২০ দিনে রেমিট্যান্স প্রবাহ ৭.৪ শতাংশ বৃদ্ধি 
পিপিআর সংশোধনের জন্য বিপিপিএ মাঠ পর্যায়ে কর্মশালা 
ইইউতে ভেটো প্রত্যাহারে হাঙ্গেরিকে চাপ দিতে ট্রাম্পকে জেলেনস্কির অনুরোধ
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০.৮৫ বিলিয়ন ডলার : বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু
মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল : ধর্ম উপদেষ্টা
‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা নিরপেক্ষ ও স্বচ্ছ করতে ডিসিদের প্রতি তথ্য উপদেষ্টার আহ্বান
সিলেটে দরপত্রদাতাদের সঙ্গে পিপিআর সংশোধন নিয়ে আলোচনা বিপিপিএ’র
১০