সাতক্ষীরা সীমান্তে ভারতীয় শাড়ি, থ্রিপিস, বোরকা ও মাদক জব্দ 

বাসস
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৮:৩৩
ভারতীয় শাড়ি, থ্রিপিস, বোরকা ও মাদক জব্দ । ছবি : বাসস

সাতক্ষীরা, ২০ এপ্রিল ২০২৫ (বাসস) : জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে অবৈধভাবে ভারত থেকে আনা শাড়ি, থ্রিপিস, বোরকা, ওষুধ এবং নেশা জাতীয় ট্যাবলেট-সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। 

আজ রোববার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, ঘোনা, বৈকারী, কালিয়ানী, ঝাউডাঙ্গা ও কাকডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল ছয়ঘরিয়া নামক স্থান হতে ১০০ পিস নেশা জাতীয় ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট, ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল লক্ষীদাড়ি নামক স্থান হতে ভারতীয় শাড়ি, ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল ঘোনা পোস্ট নামক স্থান হতে, কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল খৈতলা নামক স্থান হতে ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর বিশেষ আভিযানিক দল চেকপোস্ট এলাকা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেন। 

এছাড়া কলারোয়া উপজেলার কাকাডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কেড়াগাছি নামক স্থান হতে ভারতীয় শাড়ি, কাদপুর নামক স্থান হতে ভারতীয় বোরকা ও ভাদিয়ালী নামক স্থান হতে নেশাজাতীয় একহাজার পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেট জব্দ করেন। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হননি। জব্দকৃত মালামালের সর্বমোট আনুমানিক বাজার মূল্য ১০ লাখ ৫০ হাজার ছয়শ’ টাকা। 

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারীরা উক্ত মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

তিনি আরও জানান, মাদকদ্রব্য সমূহ জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা রাখা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরকারবিরোধী স্লোগান : আওয়ামী লীগের ৬ নেতাকর্মী রিমান্ডে
প্রিন্স হ্যারির আকস্মিক ইউক্রেন সফর
ম্যান ইউ ছাড়লেন ওনানা
টানা অনশনে অসুস্থ চবি’র ৪ শিক্ষার্থী হাসপাতালে
ইংল্যান্ড সিরিজ শেষ এনগিডির
বিশ্ব ওজোন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
শিশুশ্রম রোধে সবাইকে এগিয়ে আসতে হবে
পোল্যান্ডের ঘটনায় ফ্রান্সে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব
মুন্সীগঞ্জে সেফটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ে প্রশিক্ষণ
ডেনমার্ক ৯.১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম কিনছে
১০