সাতক্ষীরায় বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

বাসস
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৯:২১
রোববার সীমান্তের হাড়দ্দাহ গ্রামে অসহায় ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন বিজিবি সদস্যরা। ছবি: বাসস

সাতক্ষীরা, ২০ এপ্রিল ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্যসেবায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করা হয়েছে। 

আজ রোববার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার পদ্মশাখরা সীমান্তের হাড়দ্দাহ গ্রামে বসবাসকারী গরীব, দুঃস্থ এবং অসহায় ব্যক্তিদের বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান এবং ওষুধ সামগ্রী বিতরণ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, এ সময় হাড়দ্দহ গ্রামের ১১৮ জন বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশু- যারা বিভিন্ন রোগে আক্রান্ত তাদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। তাদের মধ্যে পুরুষ ১৬ জন, মহিলা ৬৬ এবং শিশু রোগী ৩৬ জন চিকিৎসকের পরামর্শ নেন এবং ওষুধ গ্রহণ করেন।

সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি সীমান্ত পাহারা দেয়ার পাশাপাশি মানবতার সেবায়ও অঙ্গীকারবদ্ধ। সে লক্ষ্যে পদ্মশাখরা সীমান্তের হাড়দ্দাহ এলাকায় জনসাধারণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। আগামীতে এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দোহারের আওয়ামী লীগ নেতা শেখ রুনু ও সেন্টু গ্রেফতার  
উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ
আগস্টের ২০ দিনে রেমিট্যান্স প্রবাহ ৭.৪ শতাংশ বৃদ্ধি 
পিপিআর সংশোধনের জন্য বিপিপিএ মাঠ পর্যায়ে কর্মশালা 
ইইউতে ভেটো প্রত্যাহারে হাঙ্গেরিকে চাপ দিতে ট্রাম্পকে জেলেনস্কির অনুরোধ
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০.৮৫ বিলিয়ন ডলার : বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু
মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল : ধর্ম উপদেষ্টা
‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা নিরপেক্ষ ও স্বচ্ছ করতে ডিসিদের প্রতি তথ্য উপদেষ্টার আহ্বান
সিলেটে দরপত্রদাতাদের সঙ্গে পিপিআর সংশোধন নিয়ে আলোচনা বিপিপিএ’র
১০