সাতক্ষীরায় বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

বাসস
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৯:২১
রোববার সীমান্তের হাড়দ্দাহ গ্রামে অসহায় ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন বিজিবি সদস্যরা। ছবি: বাসস

সাতক্ষীরা, ২০ এপ্রিল ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্যসেবায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করা হয়েছে। 

আজ রোববার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার পদ্মশাখরা সীমান্তের হাড়দ্দাহ গ্রামে বসবাসকারী গরীব, দুঃস্থ এবং অসহায় ব্যক্তিদের বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান এবং ওষুধ সামগ্রী বিতরণ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, এ সময় হাড়দ্দহ গ্রামের ১১৮ জন বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশু- যারা বিভিন্ন রোগে আক্রান্ত তাদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। তাদের মধ্যে পুরুষ ১৬ জন, মহিলা ৬৬ এবং শিশু রোগী ৩৬ জন চিকিৎসকের পরামর্শ নেন এবং ওষুধ গ্রহণ করেন।

সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি সীমান্ত পাহারা দেয়ার পাশাপাশি মানবতার সেবায়ও অঙ্গীকারবদ্ধ। সে লক্ষ্যে পদ্মশাখরা সীমান্তের হাড়দ্দাহ এলাকায় জনসাধারণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। আগামীতে এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০