ডুমুরিয়ায় ভ্যানচালক মিলন হত্যা মামলায় ৫ আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৯:৫১

খুলনা, ২০ এপ্রিল, ২০২৫ (বাসস) : ডুমুরিয়ায় মহিদুল ওরফে মিলন হত্যার দায় স্বীকার করে গ্রেফতারকৃত ৫ আসামি আদালতে ১৬৪ ধারার জবানবন্দি দিয়েছে।

খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকিয়া সুলতানার আদালতে এ দায় স্বীকার করে জবানবন্দি দেন গ্রেফতারকৃত আসামি ডুমুরিয়া উপজেলার গোবিন্দকাটি গ্রামের শওকত শেখের ছেলে রাফসান (২৩), খবির উদ্দিনের ছেলে শরিফুল (৪৫), কেশবপুরের গৌরিঘোনা গ্রামের কাজেম ফকিরের ছেলে গফুর ফকির (৪৫), খোদাবক্স সরকারের ছেলে মঞ্জুরুল সরদার (৪২) ও কক্সবাজার সদরের দক্ষিণ পাহাড়তলী এলাকার নুরুল ইসলামের ছেলে এনামুল (৩০)। 

তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার ভোর রাতে আসামিদের গ্রেফতার করা হয়। 

তারা জানিয়েছে, ভ্যান ও মোবাইল ফোন সেট ছিনতাইয়ের  জন্যই মহিদুলকে হত্যা করা হয়।

জানা যায়, গত ১৩ই মার্চ গোবিন্দকাটি এলাকায় একটি সুপারি বাগানে ভ্যান চালক মহিদুল ওরফে মিলনকে হত্যা করা হয়। মহিদুল উপজেলার কাঞ্চননগর গ্রামের বাসিন্দা। ঘাতকরা এ সময়ে তার ভ্যান ও অ্যান্ড্রয়েড ফোনটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পরদিন মিলনের পিতা ওমর আলী শেখ বাদী হয়ে থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। চুরিকৃত সেই ফোনটি নোয়াখালী এলাকায় জনৈক এক ব্যক্তির কাছে বিক্রি করে। পুলিশ ওই ফোনের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে গোবিন্দকাটির রাফসান ও কক্সবাজারের এনামুলকে চট্টগ্রাম এলাকা থেকে গ্রেফতার করে। 

তাদের স্বীকারোক্তি অনুযায়ী, অন্যান্য আসামিদের গ্রেফতার করা হয়।

ডুমুরিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আক্তারুজ্জামান লিটন জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। 

আসামিরা বিজ্ঞ আদালতে হত্যার দায়ে স্বীকার করে জবানবন্দি দিয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০