সাতক্ষীরায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৫:০৮ আপডেট: : ২১ এপ্রিল ২০২৫, ১৯:১৫
প্রতীকী ছবি

সাতক্ষীরা, ২১ এপ্রিল, ২০২৫ (বাসস): দীর্ঘ ১১ বছর ধরে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আরিফুল ইসলাম রাসেলকে গতকাল গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের ইনচার্জ  সিনিয়র এ এসপি জাইয়েন উদ্দিন মুহাম্মাদ জিয়াদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে খুলনা জেলার পাইকগাছা থানার বোয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে পলাতক সাজাপ্রাপ্ত আসামি মো . আরিফুল ইসলাম রাসেলকে গ্রেফতার করা হয়।

আরিফুল ইসলাম রাসেল সাতক্ষীরার আশাশুনি উপজেলার গুনাকরকাটি গ্রামের ঈশার আলী সরদারের ছেলে।

সাতক্ষীরা র‌্যাব-৬ এর ক্যাম্প ইনচার্জ সিনিয়র এ এসপি জাইয়েন উদ্দিন মুহাম্মাদ জিয়াদ জানান, ২০১৩ সালে আফিম (মাদক) পরিবহনকালে গ্রেফতার হওয়ায় রাজবাড়ী সদর থানায় আরিফুল ইসলাম রাসেলের বিরুদ্ধে মামলা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এছাড়া ডিএমপি’র উত্তরা পশ্চিম থানায় দায়েরকৃত আরও একটি মাদক মামলার এজাহারভুক্ত আসামি রাসেল। আটক আরিফুল ইসলাম রাসেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আশাশুনি থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০