বার্লিনে জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দেবেন পররাষ্ট্র উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৫:৫৬
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি

ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫ (বাসস) : জাতিসংঘের ৮০তম বার্ষিকী উপলক্ষে আগামী ১৩ থেকে ১৪ মে বার্লিনে অনুষ্ঠিতব্য জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সফররত জাতিসংঘের শান্তিরক্ষা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাত করতে এলে এই সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে আলোচনা হয়।

জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের সম্মেলন শান্তিরক্ষার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার জন্য এবং সদস্য দেশগুলির জন্য তাদের রাজনৈতিক সমর্থন প্রকাশ ও প্রদর্শনের জন্য একটি উচ্চস্তরের রাজনৈতিক ফোরাম হিসেবে কাজ করবে।

সক্ষমতার ঘাটতি পূরণের সমর্থনে ও শান্তিরক্ষা অভিযানসমূহকে অভিযোজিত করা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং নতুন বাস্তবতার প্রতি আরো ভালোভাবে সাড়া দিতে বড় অঙ্গীকার ঘোষণা করার জন্য এটি প্রতিনিধিদলগুলোকে একটি প্ল্যাটফর্মও প্রদান করবে।

জাতিসংঘের আন্ডার-সেক্রেটারির সাথে সাক্ষাতের সময় পররাষ্ট্র উপদেষ্টা জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশের ব্যতিক্রমী অবদানের কথা তুলে ধরেন।

তিনি জাতিসংঘ শান্তিরক্ষায় সহায়তা, বৈশ্বিক অংশীদারিত্ব জোরদার এবং বিশ্বব্যাপী শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন সমুন্নত রাখার জন্য বাংলাদেশের অটল নিষ্ঠা এবং প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

আন্ডার-সেক্রেটারি-জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষা কার্যক্রমে দীর্ঘস্থায়ী এবং গতিশীল অংশগ্রহণের স্বীকৃতি দিয়ে শান্তিরক্ষায় বাংলাদেশের অসামান্য এবং বহুমুখী ভূমিকার প্রশংসা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০