বাগেরহাটে নোংরা পরিবেশে গরু জবাই ও ওজনে কম দেওয়ায় জরিমানা

বাসস
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৬:৪৩ আপডেট: : ২১ এপ্রিল ২০২৫, ১৮:২৫
নোংরা পরিবেশে গরু জবাই ও ওজনে কম দেওয়ায় জরিমানা। ছবি : বাসস

বাগেরহাট, ২১ এপ্রিল, ২০২৫ (বাসস): বাগেরহাটে নোংরা পরিবেশে গরু জবাই, ওজনে কম দেওয়া ও বেশি দামে গোশত বিক্রি করার অপরাধে ৩টি দোকানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ সোমবার সকালে শহরের প্রধান কাঁচাবাজারে সেনাবাহিনীর সহায়তায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে।

অর্থদণ্ড প্রাপ্ত তিনটি দোকানের মালিকই মাংস ব্যবসায়ী আব্দুস সালাম। অভিযানকালে তিনি গরু ক্রয়ের রশিদ দেখাতে পারেননি। তার বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে দাম নিয়ন্ত্রণ ও অতিরিক্ত দামে গরু-খাসির মাংস বিক্রির অভিযোগ দীর্ঘ দিনের। পার্শ্ববর্তী জেলা-উপজেলা থেকে শহরের প্রধান এই বাজারে গরু ও খাসির মাংস বিক্রি হয়ে আসছে কেজিতে ৬০ থেকে ১৫০ টাকা বেশি দরে।

অভিযানের সময় ক্রেতা সাধারণ ও বাজারের অন্য ব্যবসায়ীরা মাংস বিক্রিতে আব্দুস সালামের সিন্ডিকেট, নোংরা পরিবেশে গরু জবাই, নদীতে বর্জ্য ফেলা এবং নদী দখল করে গরু ও চামড়া রাখার শেড করার অভিযোগ করেন।

সরেজমিনে নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে গরু জবাই, নদীতে জবাইকৃত পশুর রক্ত ও বর্জ্য ফেলা, নদী দখল করে শেড নির্মাণ করার বিষয়টি দেখতে পান অভিযানে যাওয়া সেনাবাহিনী ও ভোক্তা অধিকারের কর্মকর্তা। 

এ সময় পৌরসভার দায়িত্বরত কর্মকর্তাদেরও ডেকে আনেন তারা।

পশু জবাই খানায় গোবর ও ময়লা-আবর্জনার মাঝে কিলবিল করছিল নানা ধরনের পোকা।

অভিযানকালে বাজারে মাংস ব্যবসার সিন্ডিকেট সম্পর্কে  বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রতিনিধি হাওলাদার মনিরুজ্জামান বলেন, মাংস ব্যবসায় সিন্ডিকেট ভেঙ্গে দিতে জেলা প্রশাসকের সঙ্গে বসে এই সপ্তাহের মধ্যে আমরা ফয়সালা করে দাম নির্ধারণ করবো। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাগেরহাট কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা বলেন, সেনাবাহিনীর সহযোগিতায় সদর বাজারের মাংসের দোকানগুলো আমরা পরিদর্শন করি। অধিকাংশ দোকানের ওজন পরিমাপকগুলোই মেয়াদ উত্তীর্ণ ছিল। ওজনে কারচুপির একটা সম্ভাবনা এখানে রয়েছে। এজন্য তিনটি দোকানকে জরিমানা করা হয়েছে।

শরিফা সুলতানা বলেন, অধিকাংশ দোকানে গরুর মাসের দাম বেশি। এজন্য জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। সবাইকে নিয়ে একটি সভা করে মাংসের দাম নির্ধারণ করে দেওয়া হবে।

এছাড়া সদর উপজেলার ফতেপুর বাজারে অভিযান চালিয়ে এদিন একটি মাছের আড়তকে ওজনে কম দেওয়া ও মাছ তাজা দেখাতে রং দেওয়ার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ দিন বাগেরহাট বাজারে গরুর মাংস ৭৫০ টাকা ও খারিস মাংস ১১০০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা যায়। অভিযানের খবর শুনে বাজারের কয়েকটি মাংসের দোকান বন্ধ করে দিতেও দেখা যায় দোকানিদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এসএসসি’র গণিত পরীক্ষায় সিলেটে অনুপস্থিত ১১০৭ জন
বিচার সেবা প্রদানে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ
দ্রুত মামলা নিষ্পত্তির জন্য পৃথক আদালত স্থাপনের পদক্ষেপ 
চেলসি ম্যানেজার মারসেকা এক ম্যাচ নিষিদ্ধ
টিপু মুনশি ও তার স্ত্রীর জমি জব্দ, ব্যাংক ও শেয়ার অবরুদ্ধ
সেপ্টেম্বরে নিজস্ব ভবনে যাচ্ছে ডিএমপি’র ১০টি থানা : স্বরাষ্ট্র উপদেষ্টা
সুপ্রিম কোর্ট হেল্প লাইনে রোববার পর্যন্ত ২০২৬ কল গ্রহণ করা হয়েছে
বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহিষ্ণু অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৪২
বিপন্ন প্রজাতির মাছ রক্ষায় বাগেরহাটে প্রদর্শনী
১০