চট্টগ্রামে র‌্যাবের পৃথক অভিযানে গ্রেফতার ৩

বাসস
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৬:৫৪ আপডেট: : ২১ এপ্রিল ২০২৫, ১৮:২৩

চট্টগ্রাম, ২১ এপ্রিল, ২০২৫ (বাসস): চট্টগ্রামের নগর ও জেলায় পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। 

সোমবার র‌্যাব-৭ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- রোববার নগরের চান্দগাঁও এবং জেলার রাউজান ও হাটহাজারী থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- চান্দগাঁও থানার ইস্পাহানী শ্রমিক কলোনির মো. মহিন (২২), হাটহাজারী উত্তর মেখল এলাকার আবুল মজিদ (৩৩) এবং রাউজান হলদিয়া এলাকার মো. ফোরকান কোম্পানি (৫৫)।

র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে নগর ও জেলার থানাগুলোতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক এই আসামিদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে চান্দগাঁও থানার মহিন ও হাটহাজারী থানার আবুল মজিদ ওয়ারেন্টভুক্ত এবং ফোরকান কোম্পানি রাউজান থানার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রয়েছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা হিসেবে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানায়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এসএসসি’র গণিত পরীক্ষায় সিলেটে অনুপস্থিত ১১০৭ জন
বিচার সেবা প্রদানে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ
দ্রুত মামলা নিষ্পত্তির জন্য পৃথক আদালত স্থাপনের পদক্ষেপ 
চেলসি ম্যানেজার মারসেকা এক ম্যাচ নিষিদ্ধ
টিপু মুনশি ও তার স্ত্রীর জমি জব্দ, ব্যাংক ও শেয়ার অবরুদ্ধ
সেপ্টেম্বরে নিজস্ব ভবনে যাচ্ছে ডিএমপি’র ১০টি থানা : স্বরাষ্ট্র উপদেষ্টা
সুপ্রিম কোর্ট হেল্প লাইনে রোববার পর্যন্ত ২০২৬ কল গ্রহণ করা হয়েছে
বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহিষ্ণু অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৪২
বিপন্ন প্রজাতির মাছ রক্ষায় বাগেরহাটে প্রদর্শনী
১০