চট্টগ্রামে র‌্যাবের পৃথক অভিযানে গ্রেফতার ৩

বাসস
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৬:৫৪ আপডেট: : ২১ এপ্রিল ২০২৫, ১৮:২৩

চট্টগ্রাম, ২১ এপ্রিল, ২০২৫ (বাসস): চট্টগ্রামের নগর ও জেলায় পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। 

সোমবার র‌্যাব-৭ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- রোববার নগরের চান্দগাঁও এবং জেলার রাউজান ও হাটহাজারী থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- চান্দগাঁও থানার ইস্পাহানী শ্রমিক কলোনির মো. মহিন (২২), হাটহাজারী উত্তর মেখল এলাকার আবুল মজিদ (৩৩) এবং রাউজান হলদিয়া এলাকার মো. ফোরকান কোম্পানি (৫৫)।

র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে নগর ও জেলার থানাগুলোতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক এই আসামিদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে চান্দগাঁও থানার মহিন ও হাটহাজারী থানার আবুল মজিদ ওয়ারেন্টভুক্ত এবং ফোরকান কোম্পানি রাউজান থানার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রয়েছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা হিসেবে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানায়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
জিলানীর শরীরে থেকে যাওয়া পিলেট অপসারণ করলেন রফিকুল ইসলাম
ব্রিটেনে আশ্রয় চেয়ে রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়ছে
গণতন্ত্র উত্তরণে বাধা সৃষ্টির চেষ্টা চলছে : তারেক রহমান
নতুন প্রযুক্তির ক্যাবলের চাহিদা বাড়বে : ফয়েজ আহমদ তৈয়্যব
বাংলাদেশ-পাকিস্তান জয়েন্ট ইকোনমিক কমিশন কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা 
শিক্ষাখাতে বিনিয়োগে আলোকিত সমাজ গড়া সম্ভব: চসিক মেয়র
সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের কার্যক্রম: আরো পাঁচ বিচারপতির বিষয়ে তদন্ত চলমান
চট্টগ্রামে প্রথমবার আয়োজন হতে যাচ্ছে রিজিওনাল ক্রিকেট টুর্নামেন্ট
জুলাই-আগস্টের শহীদরা আমাদেরকে গণতন্ত্রের স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছেন : মির্জা ফখরুল 
১০