চট্টগ্রাম, ২১ এপ্রিল, ২০২৫ (বাসস): চট্টগ্রামের নগর ও জেলায় পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭।
সোমবার র্যাব-৭ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- রোববার নগরের চান্দগাঁও এবং জেলার রাউজান ও হাটহাজারী থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- চান্দগাঁও থানার ইস্পাহানী শ্রমিক কলোনির মো. মহিন (২২), হাটহাজারী উত্তর মেখল এলাকার আবুল মজিদ (৩৩) এবং রাউজান হলদিয়া এলাকার মো. ফোরকান কোম্পানি (৫৫)।
র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে নগর ও জেলার থানাগুলোতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক এই আসামিদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে চান্দগাঁও থানার মহিন ও হাটহাজারী থানার আবুল মজিদ ওয়ারেন্টভুক্ত এবং ফোরকান কোম্পানি রাউজান থানার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা হিসেবে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানায়।