বৈষম্যবিরোধীদের ওপর হামলা মামলা: কুমিল্লায় ৬ আইনজীবীকে কারাগারে প্রেরণ

বাসস
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৬:৫১
ছবি : বাসস

কুমিল্লা (উত্তর), ২১ এপ্রিল,২০২৫(বাসস): গতবছর ৩ আগস্ট জেলা শহরের পুলিশ লাইনে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় ৬ আইনজীবীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।

আজ দুপুর আড়াইটায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাহাবুবুর রহমান এ নির্দেশ প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের কৌশলী (পিপি) কাইমুল হক রিঙ্কু এ তথ্য নিশ্চিত করেছেন।

কারাগারে পাঠানো আসামীরা হলেন, কুমিল্লা বারের সাবেক সভাপতি এ্যাড. মোস্তাফিজুর রহমান লিটন, সাবেক সাধারণ সম্পাদক  এ্যাড.জাহাঙ্গীর আলম ভুঁইয়া, এ্যাড. সাইফুল ইসলাম, এ্যাড.জাকির হোসেন।

সাবেক এপিপি এ্যাড. জিয়াউল আহসান সোহাগ ও সাবেক এপিপি এ্যাড. এ এম এম মঈন পালাতক রয়েছেন।

আদালত সূত্র জানায়, গত ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলককালে নগরীর পুলিশ লাইন এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা গুলিবর্ষণের ঘটনা ঘটে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগর সংগঠক ইনজামামুল হক রানা বাদী হয়ে ২৬ জনকে আসামী করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে আট সপ্তাহের আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হলে  আজ সোমবার ২৪ জন আইনজীবী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন।এসময় বিচারক ১৮ জনের জামিন মঞ্জুর করে বাকি ৬ জন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলা আদালতের ইন্সপেক্টর মো. সাদেকুর রহমান বলেন, আদালত ৬জন আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন, এদের মধ্যে ২ জন পলাতক। উপস্থিত বাকি ১৮ জনের জামিন মঞ্জুর করেন। আমরা ৪ জন আইনজীবীকে কারাগারে পাঠিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০