বৈষম্যবিরোধীদের ওপর হামলা মামলা: কুমিল্লায় ৬ আইনজীবীকে কারাগারে প্রেরণ

বাসস
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৬:৫১
ছবি : বাসস

কুমিল্লা (উত্তর), ২১ এপ্রিল,২০২৫(বাসস): গতবছর ৩ আগস্ট জেলা শহরের পুলিশ লাইনে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় ৬ আইনজীবীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।

আজ দুপুর আড়াইটায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাহাবুবুর রহমান এ নির্দেশ প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের কৌশলী (পিপি) কাইমুল হক রিঙ্কু এ তথ্য নিশ্চিত করেছেন।

কারাগারে পাঠানো আসামীরা হলেন, কুমিল্লা বারের সাবেক সভাপতি এ্যাড. মোস্তাফিজুর রহমান লিটন, সাবেক সাধারণ সম্পাদক  এ্যাড.জাহাঙ্গীর আলম ভুঁইয়া, এ্যাড. সাইফুল ইসলাম, এ্যাড.জাকির হোসেন।

সাবেক এপিপি এ্যাড. জিয়াউল আহসান সোহাগ ও সাবেক এপিপি এ্যাড. এ এম এম মঈন পালাতক রয়েছেন।

আদালত সূত্র জানায়, গত ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলককালে নগরীর পুলিশ লাইন এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা গুলিবর্ষণের ঘটনা ঘটে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগর সংগঠক ইনজামামুল হক রানা বাদী হয়ে ২৬ জনকে আসামী করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে আট সপ্তাহের আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হলে  আজ সোমবার ২৪ জন আইনজীবী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন।এসময় বিচারক ১৮ জনের জামিন মঞ্জুর করে বাকি ৬ জন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলা আদালতের ইন্সপেক্টর মো. সাদেকুর রহমান বলেন, আদালত ৬জন আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন, এদের মধ্যে ২ জন পলাতক। উপস্থিত বাকি ১৮ জনের জামিন মঞ্জুর করেন। আমরা ৪ জন আইনজীবীকে কারাগারে পাঠিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
জিলানীর শরীরে থেকে যাওয়া পিলেট অপসারণ করলেন রফিকুল ইসলাম
ব্রিটেনে আশ্রয় চেয়ে রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়ছে
গণতন্ত্র উত্তরণে বাধা সৃষ্টির চেষ্টা চলছে : তারেক রহমান
নতুন প্রযুক্তির ক্যাবলের চাহিদা বাড়বে : ফয়েজ আহমদ তৈয়্যব
বাংলাদেশ-পাকিস্তান জয়েন্ট ইকোনমিক কমিশন কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা 
শিক্ষাখাতে বিনিয়োগে আলোকিত সমাজ গড়া সম্ভব: চসিক মেয়র
সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের কার্যক্রম: আরো পাঁচ বিচারপতির বিষয়ে তদন্ত চলমান
চট্টগ্রামে প্রথমবার আয়োজন হতে যাচ্ছে রিজিওনাল ক্রিকেট টুর্নামেন্ট
জুলাই-আগস্টের শহীদরা আমাদেরকে গণতন্ত্রের স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছেন : মির্জা ফখরুল 
১০