দিনাজপুরে কৃষকদের মধ্যে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ 

বাসস
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৭:৩৫
সোমবার দিনাজপুরের হাকিমপুরে স্থানীয় কৃষক প্রশিক্ষণ হলরুমে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন। ছবি: বাসস

দিনাজপুর, ২১ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার হাকিমপুর উপজেলার আজ কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ-১ মৌসুমে পাট ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের মধ্যে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 

আজ সোমবার দুপুর আড়াইটায় হাকিমপুর উপজেলায় স্থানীয় কৃষক প্রশিক্ষণ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক মো. জাফর ইকবাল।

উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।

হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম জানান, সোমবার ১০ জন কৃষকের মধ্যে জনপ্রতি এককেজি পাট বীজ, ৫ কেজি ড্যাব, ৫ কেজি ডিওপি এবং ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ-১ মৌসুমে পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এবার জেলার ১৩ টি উপজেলার ১০৩ টি ইউনিয়নের এক হাজার ৩০ জন কৃষকের মধ্যে জনপ্রতি এককেজি পাট বীজ ও ১৫ কেজি সার বিতরণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০