দিনাজপুরে কৃষকদের মধ্যে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ 

বাসস
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৭:৩৫
সোমবার দিনাজপুরের হাকিমপুরে স্থানীয় কৃষক প্রশিক্ষণ হলরুমে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন। ছবি: বাসস

দিনাজপুর, ২১ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার হাকিমপুর উপজেলার আজ কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ-১ মৌসুমে পাট ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের মধ্যে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 

আজ সোমবার দুপুর আড়াইটায় হাকিমপুর উপজেলায় স্থানীয় কৃষক প্রশিক্ষণ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক মো. জাফর ইকবাল।

উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।

হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম জানান, সোমবার ১০ জন কৃষকের মধ্যে জনপ্রতি এককেজি পাট বীজ, ৫ কেজি ড্যাব, ৫ কেজি ডিওপি এবং ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ-১ মৌসুমে পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এবার জেলার ১৩ টি উপজেলার ১০৩ টি ইউনিয়নের এক হাজার ৩০ জন কৃষকের মধ্যে জনপ্রতি এককেজি পাট বীজ ও ১৫ কেজি সার বিতরণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
জিলানীর শরীরে থেকে যাওয়া পিলেট অপসারণ করলেন রফিকুল ইসলাম
ব্রিটেনে আশ্রয় চেয়ে রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়ছে
গণতন্ত্র উত্তরণে বাধা সৃষ্টির চেষ্টা চলছে : তারেক রহমান
নতুন প্রযুক্তির ক্যাবলের চাহিদা বাড়বে : ফয়েজ আহমদ তৈয়্যব
বাংলাদেশ-পাকিস্তান জয়েন্ট ইকোনমিক কমিশন কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা 
শিক্ষাখাতে বিনিয়োগে আলোকিত সমাজ গড়া সম্ভব: চসিক মেয়র
সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের কার্যক্রম: আরো পাঁচ বিচারপতির বিষয়ে তদন্ত চলমান
চট্টগ্রামে প্রথমবার আয়োজন হতে যাচ্ছে রিজিওনাল ক্রিকেট টুর্নামেন্ট
জুলাই-আগস্টের শহীদরা আমাদেরকে গণতন্ত্রের স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছেন : মির্জা ফখরুল 
১০