দিনাজপুরে কৃষকদের মধ্যে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ 

বাসস
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৭:৩৫
সোমবার দিনাজপুরের হাকিমপুরে স্থানীয় কৃষক প্রশিক্ষণ হলরুমে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন। ছবি: বাসস

দিনাজপুর, ২১ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার হাকিমপুর উপজেলার আজ কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ-১ মৌসুমে পাট ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের মধ্যে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 

আজ সোমবার দুপুর আড়াইটায় হাকিমপুর উপজেলায় স্থানীয় কৃষক প্রশিক্ষণ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক মো. জাফর ইকবাল।

উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।

হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম জানান, সোমবার ১০ জন কৃষকের মধ্যে জনপ্রতি এককেজি পাট বীজ, ৫ কেজি ড্যাব, ৫ কেজি ডিওপি এবং ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ-১ মৌসুমে পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এবার জেলার ১৩ টি উপজেলার ১০৩ টি ইউনিয়নের এক হাজার ৩০ জন কৃষকের মধ্যে জনপ্রতি এককেজি পাট বীজ ও ১৫ কেজি সার বিতরণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০