মানবসম্পদ উন্নয়ন ও পাঠ্যক্রম প্রণয়নে সহায়তার আহ্বান এএফডি’র

বাসস
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৭:৪০
সোমবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সঙ্গে ফরাসি উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আর্নল্ড দ্য নাদায়াক বৈঠক করেন। ছবি: ইউজিসি

ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫ (বাসস): মানবসম্পদ উন্নয়ন, স্মার্ট কৃষি, তৈরি পোশাক শিল্প, নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশ উন্নয়ন ও পানি ব্যবস্থাপনা খাতে দক্ষ জনবল তৈরিতে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতার আহ্বান জানিয়েছে ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি)।

আজ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সঙ্গে এক সভায় এ আগ্রহের কথা জানান এএফডি’র ব্যবস্থাপনা পরিচালক আর্নল্ড দ্য নাদায়াক। 

এ বিষয়ে দ্রুত একটি ধারণাপত্র তৈরি ও সমঝোতা স্মারক স্বাক্ষরে একমত হয়েছে দু’পক্ষ।

এএফডি’র তিন সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার (২১ এপ্রিল) এ সভায় অংশগ্রহণ করে।

ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খানের সভাপতিত্বে সভায় কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, সচিব ড. মো. ফখরুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া ও আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রফেসর তানজীমউদ্দীন খান বলেন, ফ্রান্সের সাথে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক। ফ্যাশন ডিজাইন, হসপিটালিটি ম্যানেজমেন্ট ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দক্ষ জনবল তৈরিতে ফ্রান্সের বিশ্ববিদ্যালয়গুলোর সুনাম রয়েছে। এ বিষয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বৃদ্ধিতে এএফডি সহযোগিতা করতে পারে। কৃষি ও টেক্সটাইল শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন দেশের কৃষি, টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও এএফডি যৌথভাবে কাজ করতে পারে বলেও তিনি মনে করেন। পাশাপাশি পানি ব্যবস্থাপনা, পরিবেশ উন্নয়ন, তৈরি পোশাক শিল্প ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রযুক্তিগত সহযোগিতা দিতে তিনি এএফডি’র প্রতি আহ্বান জানান।

এএফডি এ বিষয়ে কোনো প্রকল্প গ্রহণ করলে ইউজিসি সার্বিক সহযোগিতা প্রদান করবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

এএফডি’র ব্যবস্থাপনা পরিচালক আর্নল্ড দ্য নাদায়াক বলেন, নতুন প্রকল্পের জন্য দ্রুত একটি ধারণাপত্র তৈরি করা হবে। বাংলাদেশের প্রয়োজনের নিরিখে এ প্রকল্পের চাহিদা নির্ধারণ করা হবে। প্রকল্প বাস্তবায়নে  ইউজিসি’র সহযোগিতা চান তিনি।

এ প্রকল্পের আওতায় দক্ষ মানবসম্পদ তৈরি, তৈরি পোশাক শিল্প, পানি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বিষয়ে বিশ্ববিদ্যালয়ে মানবসম্পদ উন্নয়ন ও পাঠ্যক্রম প্রণয়নে সহায়তা করা হবে বলে তিনি জানান।

সভায় ফরাসি উন্নয়ন সংস্থা ইউজিসি ও দেশের বিশ্ববিদ্যালয়সমূহে নারীর অংশগ্রহণ ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে ডে-কেয়ার সেন্টার স্থাপনের আহ্বান জানান।

এ বিষয়ে প্রফেসর তানজীমউদ্দীন খান বলেন, ইউজিসি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এ বিষয়ে প্রস্তাব পেশ করবে। 
বিশ্ববিদ্যালয়সমূহে ডে কেয়ার সেন্টার স্থাপনে জনবল ও আর্থিক সীমাবদ্ধতা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সভায় ইউজিসি প্রণীত উচ্চশিক্ষার কৌশলপত্র, আউটকাম বেইজড কারিকুলাম টেমপ্লেট, ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, গবেষণা ও উদ্ভাবন বিষয়ে আলোচনা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০