এসএসসি পরীক্ষার চতুর্থ দিনে অনুপস্থিত ২৭ হাজার ৮১৯ জন

বাসস
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৭:৫১
প্রতীকী ছবি

ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫ (বাসস) : এসএসসি ও সমমানের পরীক্ষার চতুর্থ দিনে পরীক্ষায় ১০টি বোর্ডে মোট অনুপস্থিত ছিল ২৭ হাজার ৮১৯ জন শিক্ষার্থী। আর বহিষ্কার হয়েছে ৭৯ জন পরীক্ষার্থী ও ৩ জন পরিদর্শক। মোট অনুপস্থিতের হার ১ দশমিক ৬৮ শতাংশ।

আজ বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আজকের পরীক্ষায় ঢাকা বোর্ডে ৩ লাখ ৬৭ হাজার ৫১৬ জন অংশ নেয়ার কথা থাকলেও ৩ লাখ ৬২ হাজার ৭৫০ পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষায় ৪ হাজার ৭৬৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রাজশাহী বোর্ডে ১ লাখ ৭৫ হাজার ১৭১ জনের মধ্যে ১ লাখ ৭৩ হাজার ১৬৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। ১ হাজার ৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

কুমিল্লা বোর্ডে ১ লাখ ৫২ হাজার ১৯২ জনের মধ্যে ১ লাখ ৫০ হাজার ৩৯২ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। ১ হাজার ৮০০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে ১৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

যশোর বোর্ডে ১ লাখ ৩২ হাজার ৮৩০ জনের মধ্যে ১ লাখ ৩০ হাজার ৮৫৭ শিক্ষার্থী উপস্থিত ছিল। ১ হাজার ৯ ৭৩জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে ৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ২৯ হাজার ৯৪১ জনের মধ্যে ১ লাখ ২৮ হাজার ৫৫৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। ১ হাজার ৩৮৪ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

সিলেট বোর্ডে ৮৮ হাজার ৪৪৭ জনের মধ্যে ৮৭ হাজার ৩৪০ পরীক্ষার্থী অংশ নেয়। ১ হাজার ১০৭ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে ১ জন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

বরিশাল বোর্ডে ৮১ হাজার ৬৩৩ জনের মধ্যে ৮০ হাজার ৩৫৯ পরীক্ষার্থী অংশ নেয়। ১ হাজার ২৭৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের ২৮০টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ৭০ হাজার ৮৭৯ জনের মধ্যে ১ লাখ ৬৯ হাজার ১৭২ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। ১ হাজার ৭০৭ জন অনুপস্থিত ছিল। এ বোর্ডে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

ময়মনসিংহ বোর্ডে ১ লাখ ১ হাজার৪১৪ জনের মধ্যে ১ লাখ ২৪৩ শিক্ষার্থী উপস্থিত ছিল। ১ হাজার ১৭১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে ১১ জন পরীক্ষার্থী ও ২ জন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

মাদরাসা শিক্ষা বোর্ডে ২ লাখ ৫৫ হাজার ৭০৩ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২ লাখ ৪৫ হাজার ৭৩ জন। মোট ১০ হাজার ৬৩০ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিতের হার ৪ দশমিক ১৬ শতাংশ। এ বোর্ডে ২৮ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০