বিপন্ন প্রজাতির মাছ রক্ষায় বাগেরহাটে প্রদর্শনী

বাসস
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৭:৫৬ আপডেট: : ২১ এপ্রিল ২০২৫, ১৮:১৭
বিপন্ন প্রজাতির মাছ রক্ষায় বাগেরহাটে প্রদর্শনী। ছবি: বাসস

বাগেরহাট, ২১ এপ্রিল, ২০২৫ (বাসস): ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটি বাংলাদেশের উদ্যোগে আজ বাগেরহাট কেবি ঘাট মৎস্য অবতরণকেন্দ্রে সমুদ্রের বিপন্ন প্রজাতির হাঙর ও শাপলাপাতা জাতের মাছ রক্ষায় প্রদর্শনীর আয়োজন  করা হয়।

জেলে এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে সকাল ৮টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত বিনামূল্যে সবার জন্য প্রদর্শনীটি উন্মুক্ত করেছে।

‘হাঙর ও শাপলাপাতা মাছ সুস্থ সাগর ও সুস্থ জনগণ’  এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে ২১ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত শিক্ষামূলক এ প্রদর্শনীটি উপকূলীয় অঞ্চলের স্থানীয় জনগণ, মৎস্যজীবী, মৎস্য ও শুঁটকি ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের স্বাস্থ্যকর সামুদ্রিক বাস্তুতন্ত্র রক্ষায় হাঙর ও শাপলাপাতা মাছের ভূমিকা, এদের টিকে থাকার জন্য হুমকি সমূহ, ধরা বা বাণিজ্য সম্পর্কিত আইনকানুন সম্পর্কে সচেতন করতে কার্যকরী ভূমিকা পালনে মূলত ধারাবাহিক ভাবে পিরোজপুর পাড়েরহাট,বরগুনা পাথরঘাটা ও কুয়াকাটা আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে প্রদর্শনীটির আয়োজন করেছে বলে সংস্থার ট্রেনিং এন্ড এডুকেশন অফিসার মো. রাসেল মিয়া বাসসকে জানান। 

স্টল সমূহ এবং নানান তথ্য জানতে উৎসুক জেলে, মৎস্য ব্যবসায়ীরা ঘুরে ঘুরে দেখেন এবং তারা সম্যক ধারণা পেয়েছেন বলে বাগেরহাট মৎস্য কেবি বাজার সমবায় সমিতির সাধারণ সম্পাদক অনুপ কুমার বিশ্বাস, মৎস্য আড়তদার মিরাজ, আড়তদার আব্দুস সালামও সাধারণ মৎস্য ব্যবসায়ী ইউসুফ বাসসকে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে পুলিশের অভিযানে ১ হাজার ৬৩১ জন গ্রেফতার
মুক্তিযুদ্ধের চেতনার নামে অর্থ আত্মসাত ও মুক্তিযোদ্ধা গেজেটভুক্তিতে ঘুষ দাবি : দুদকের অভিযান
শ্রম অধিকার শক্তিশালী করে দেশকে মর্যাদাকর হিসেবে উপস্থাপন করা সম্ভব : শ্রম সংস্কার কমিশন
বিশ্বব্যাপী শান্তিরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীরা নিজেদের দক্ষতা প্রমাণে সমর্থ হয়েছেন: আইজিপি
মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় সাবেক এমপি মনু কারাগারে
গণ-অভ্যুত্থান ও শ্রমিক আন্দোলনে নিহতদের ‘শহীদ’ স্বীকৃতি দেওয়ার সুপারিশ
সকল শ্রমিকের আইনি সুরক্ষা ও স্বীকৃতির সুপারিশ
স্বাধীনতা কাপ ভলিবলের সেমিফাইনালে বিমান-আনসার, বিকেএসপি-বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
ঢাকায় ইইউভুক্ত দেশের জন্য ভিসা সেন্টার খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে স্পেনে ৩ দিনের শোক 
১০