বিপন্ন প্রজাতির মাছ রক্ষায় বাগেরহাটে প্রদর্শনী

বাসস
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৭:৫৬ আপডেট: : ২১ এপ্রিল ২০২৫, ১৮:১৭
বিপন্ন প্রজাতির মাছ রক্ষায় বাগেরহাটে প্রদর্শনী। ছবি: বাসস

বাগেরহাট, ২১ এপ্রিল, ২০২৫ (বাসস): ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটি বাংলাদেশের উদ্যোগে আজ বাগেরহাট কেবি ঘাট মৎস্য অবতরণকেন্দ্রে সমুদ্রের বিপন্ন প্রজাতির হাঙর ও শাপলাপাতা জাতের মাছ রক্ষায় প্রদর্শনীর আয়োজন  করা হয়।

জেলে এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে সকাল ৮টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত বিনামূল্যে সবার জন্য প্রদর্শনীটি উন্মুক্ত করেছে।

‘হাঙর ও শাপলাপাতা মাছ সুস্থ সাগর ও সুস্থ জনগণ’  এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে ২১ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত শিক্ষামূলক এ প্রদর্শনীটি উপকূলীয় অঞ্চলের স্থানীয় জনগণ, মৎস্যজীবী, মৎস্য ও শুঁটকি ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের স্বাস্থ্যকর সামুদ্রিক বাস্তুতন্ত্র রক্ষায় হাঙর ও শাপলাপাতা মাছের ভূমিকা, এদের টিকে থাকার জন্য হুমকি সমূহ, ধরা বা বাণিজ্য সম্পর্কিত আইনকানুন সম্পর্কে সচেতন করতে কার্যকরী ভূমিকা পালনে মূলত ধারাবাহিক ভাবে পিরোজপুর পাড়েরহাট,বরগুনা পাথরঘাটা ও কুয়াকাটা আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে প্রদর্শনীটির আয়োজন করেছে বলে সংস্থার ট্রেনিং এন্ড এডুকেশন অফিসার মো. রাসেল মিয়া বাসসকে জানান। 

স্টল সমূহ এবং নানান তথ্য জানতে উৎসুক জেলে, মৎস্য ব্যবসায়ীরা ঘুরে ঘুরে দেখেন এবং তারা সম্যক ধারণা পেয়েছেন বলে বাগেরহাট মৎস্য কেবি বাজার সমবায় সমিতির সাধারণ সম্পাদক অনুপ কুমার বিশ্বাস, মৎস্য আড়তদার মিরাজ, আড়তদার আব্দুস সালামও সাধারণ মৎস্য ব্যবসায়ী ইউসুফ বাসসকে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০