‘ঢাকা হাট’ স্থাপনে যৌথভাবে কাজ করবে এসএমই ফাউন্ডেশন ও ডিএনসিসি 

বাসস
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৮:৫৭ আপডেট: : ২১ এপ্রিল ২০২৫, ১৯:৩০
সোমবার গুলশানে ডিএনসিসির সাথে এসএমই ফাউন্ডেশনের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫ (বাসস): ক্ষুদ্র ও মাঝারি শিল্প-উদ্যোক্তাদের (এসএমই) জন্য ‘ঢাকা হাট’ স্থাপন এবং রাজধানীর ১ লাখ হকারকে পুনর্বাসন ও প্রশিক্ষণ প্রদানে যৌথভাবে কাজ করবে এসএমই ফাউন্ডেশন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

এছাড়াও, যৌথ উদ্যোগে রাজধানী আগারগাঁওসহ বিভিন্ন জায়গায় অস্থায়ী হলিডে মার্কেট চালু, নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বিজনেস ইনকিউবেশন সেন্টার পরিচালনার বিষয়েও এ দুই সংস্থা একমত হয়েছে।

আজ সোমবার গুলশানে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের সাথে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন মো. মুসফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের এক বৈঠকে এ বিষয়ে একমত পোষণ করা হয়। 

উভয় সংস্থার পক্ষ থেকে  শিগগিরই এ ব্যাপারে উদ্যোগ গ্রহণেরও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক নাজিম হাসান সাত্তার ও ফারজানা খান, মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও মো. আব্দুস সালাম সরদার এবং উপ-মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ আলম এ সময় উপস্থিত ছিলেন।  

বৈঠকে, এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে এসএমই উদ্যোক্তাদের পণ্যের বাজারজাতকরণের সুবিধার্থে ভারতের ‘দিল্লী হাট’র আদলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও এসএমই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ঢাকার সুবিধাজনক স্থানে ‘ঢাকা হাট’ স্থাপন, সিটি কর্পোরেশনের নিজস্ব দপ্তর ও স্থাপনায় এসএমই উদ্যোক্তাদের তৈরি করা পণ্যের ডিসপ্লে ও বিক্রয় কেন্দ্র স্থাপন এবং উদ্যোক্তাদের ট্রেড লাইসেন্স প্রাপ্তি সহজীকরণে যথাযথ উদ্যোগ গ্রহণের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান জানানো হয়। 

এছাড়া, ২০২৪ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুসারে দেশের প্রায় ১ কোটি ১৮ লাখ ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে অর্ধেকই অনানুষ্ঠানিক খাতের উল্লেখ করে এই বৈঠকে এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, এসব উদ্যোক্তার ট্রেড লাইসেন্স সহজীকরণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। 

এসময়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন উদ্যোক্তারা এখন অনলাইনে ফি দিয়ে ট্রেড লাইসেন্স নিবন্ধন ও নবায়ন করতে পারছেন। সনদও পাচ্ছেন।

দেশের অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত সুরক্ষার মাধ্যমে এসএমই খাতের উন্নয়নের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন সরকারের জাতীয় শিল্পনীতি-২০২২, এসএমই নীতিমালা-২০১৯ এবং এসডিজি ২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

২০০৭ সালে প্রতিষ্ঠার পর থেকে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা এসএমই ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচির সুবিধাভোগী প্রায় ২০ লাখ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, যাদের ৬০ শতাংশই নারী-উদ্যোক্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০