পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

বাসস
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৯:০৭
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫ (বাসস): প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক শোক বার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশের সরকার এবং জনগণের পক্ষ থেকে আমরা ভারাক্রান্ত হৃদয়ে, শান্তি, মানবতা এবং ঐক্যের আলোকবর্তিকা পোপ ফ্রান্সিসের দুঃখজনক মৃত্যুতে গভীর সমবেদনা জানাচ্ছি।’

প্রধান উপদেষ্টা বলেন, তার মৃত্যুর সাথে সাথে তারা মানবিক মর্যাদা, আন্তঃধর্মীয় সম্প্রীতি এবং প্রান্তিক মানুষের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠায় পরিচালিত নম্র নেতৃত্বের গুণাবলি দ্বারা সমৃদ্ধ মর্যাদাপূর্ণ পোপতন্ত্রের এক যুগের অবসান দেখতে পেয়েছেন।

তিনি বলেন, পোপ ফ্রান্সিসের নেতৃত্ব ধর্মীয় সীমানা অতিক্রম করেছে এবং লাখ লাখ মানুষকে আরো অন্তর্ভুক্তিমূলক, সহনশীল এবং সহানুভূতিশীল বিশ্ব গড়ে তোলার প্রচেষ্টা জোরদার করতে অনুপ্রাণিত করেছে।

অধ্যাপক ইউনূস বলেন, পোপ ফ্রান্সিসের সাথে বহুবার দেখা করতে পেরে এবং শান্তি, মানবিক মর্যাদা এবং পরিবেশগত রক্ষণাবেক্ষণের লক্ষ্যে তার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে পেরে তিনি সম্মানিত বোধ করেছেন।

তিনি আরো বলেন, ‘২০১৭ সালে সম্মানিত পোপের ঐতিহাসিক বাংলাদেশ সফরে গভীরভাবে সম্মানিত বাংলাদেশের জনগণ। এই মহান ক্ষতির শোকে বিশ্ব সম্প্রদায়ের সাথে আমরাও যোগ দিয়েছি।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘এই দুঃখের সময়ে আমরা ক্যাথলিক চার্চ এবং বিশ্বজুড়ে খ্রিষ্টান ধর্মে বিশ্বাসী মানুষের সাথে একাত্মতা প্রকাশ করছি। তাঁর শিক্ষার গভীর প্রভাব এবং সকলের প্রতি তাঁর দয়া স্মরণ করছি।’

অধ্যাপক ইউনূস আরো বলেন, ‘আমরা প্রয়াতের আত্মার চির শান্তি কামনা করছি। আমরা যেন করুণা এবং বোধগম্যতায় ঐক্যবদ্ধ একটি বিশ্বে তাঁর দৃষ্টিভঙ্গির প্রতি সম্মান অব্যাহত রাখি।’

পোপ ফ্রান্সিস একজন উদ্যমী সংস্কারক যিনি ক্যাথলিকদের মধ্যে ব্যাপক ভক্তি অনুপ্রাণিত করেছিলেন কিন্তু ঐতিহ্যবাদীদের ক্ষুব্ধ করেছিলেন, সোমবার ৮৮ বছর বয়সে মারা যান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্যাতন করার শক্তিকে সাংবিধানিক ক্ষমতা মনে করতো আওয়ামী লীগ : আইন উপদেষ্টা
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে লেবাননের কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র : দূত
‘ভোক্তা-অধিকার রক্ষায় অংশীজনের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির অনুষ্ঠান আগামীকাল
নিউইয়র্কে তথ্য উপদেষ্টার ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অঞ্চল-১’এ চারজন শীর্ষে
ভূমি দস্যুদের কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় সিআইডির তদন্ত শুরু
১০