চট্টগ্রামের মিরসরাইয়ে কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড শতাধিক ঘরবাড়ি

বাসস
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৯:৪৮

চট্টগ্রাম, ২১ এপ্রিল, ২০২৫ (বাসস): চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এক ঘণ্টার কালবৈশাখি ঝড়ে শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়েছে। 

এছাড়া গাছপালা উপড়ে যাওয়াসহ বিভিন্ন স্থানে ভেঙেছে বহু বিদ্যুতের খুঁটি। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

আজ সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন বলেন, আজ ভোর ৬টার দিকে ইছাখালী ও মঘাদিয়া ইউনিয়নে কালবৈশাখি ঝড়ে ক্ষতিগ্রস্তদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আবেদন করলে তাদের সহায়তা করা হবে। 

মঘাদিয়া ইউনিয়নের বাসিন্দা শাকিল খান বলেন, ‘আমাদের এলাকায় আজ ভোরে ৬টার ঝড়ে পুরো গ্রাম লন্ডভন্ড হয়েছে। কমবেশি গ্রামের অধিকাংশ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন ঘরবাড়ির চাল উড়ে গেছে, রাস্তায় গাছ পড়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।’

মিরসরাই পল্লি বিদ্যুৎ সমিতির ডিজিএম আদনান হোসেন বলেন, কালবৈশাখি ঝড়ে মিরসরাই উপজেলায় আবুরহাট, মঘাদিয়া, ইছাখালী এলাকায় অন্তত ১৩টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে গেছে। বিভিন্ন এলাকায় ইতোমধ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। হঠাৎ প্রবল ঝড়ে বিদ্যুতের খুঁটিগুলো উপড়ে যায়। বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কাজ চলছে। 

স্থানীয়রা জানায়, কালবৈশাখি ঝড়ে ইছাখালী ও মঘাদিয়া ইউনিয়নের বেশকিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছ পড়ে কৃষকের গরু মারা গেছে। উপজেলার মঘাদিয়া ইউনিয়নের হাসিমনগর এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কে গাছ পড়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। অনেক দোকান পাটের চাল উড়ে গেছে। ভেঙ্গে গেছে অসংখ্য বড় গাছ। বেশকিছু বিদ্যুতের খুঁটি পড়ে গেছে। ইছাখালী ইউনিয়নের চরশরত উচ্চবিদ্যালয় এবং আবাসন প্রকল্পের ঘরের চাল উড়ে গেছে। 

এছাড়া উপজেলার বিভিন্ন এসএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় পরীক্ষার্থীদের মোমবাতি জ্বালিয়ে পরীক্ষায় অংশ নিতে হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে ৩৮ বছরের শিক্ষকতা শেষে শ্রদ্ধা-ভালবাসায় প্রধান শিক্ষকের বিদায়
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম হাসপাতালে
ডাকসু প্রার্থী তালিকা প্রকাশ: বৈধ প্রার্থী ৪৬২ জন
যৌথ বাহিনী এক সপ্তাহের অভিযানে সারাদেশে আটক ৫৬
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৫ জন গ্রেফতার
চট্টগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল: ফাওজুল কবির খান
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা    
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
১০