সার কারখানার বিষাক্ত বর্জ্যের পানি পান করে ৩ মহিষের মৃত্যুর অভিযোগ

বাসস
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ২০:৩৭
চট্টগ্রামে বিষাক্ত বর্জ্য মিশ্রিত পানি পান করে তিনটি মহিষ মারা যায় বলে অভিযোগ উঠেছে। ছবি: বাসস

চট্টগ্রাম (দক্ষিণ), ২১ এপ্রিল, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের আনোয়ারার রাঙ্গাদিয়া ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড সার কারখানার বিষাক্ত বর্জ্য মিশ্রিত পানি খেয়ে তিনটি মহিষ মারা গেছে। আজ রোববার বিকালে বসুন্ধরা চরের গোবাদিয়া খালের পানি খেয়ে মহিষগুলোর মারা যায়।

ক্ষতিগ্রস্ত মহিষের মালিক মোহাম্মদ রফিক জানান, ‘বিকেলে বসুন্ধরা চরে মহিষগুলো আনতে গেলে দেখি তিনটি মহিষ মারা গেছে। এরকম আরও অনেক কৃষকের কয়েকশত গরু-মহিষ প্রতিদিন বিচরণ করে এই স্থানে। এর আগে বর্জ্য পানি ছাড়ার আগে মাইকিং করলেও এবার করেনি ডিএপি কারখানা। যার ফলে আমরা সতর্ক হতে পারিনি। আমার তিনটি মহিষ মারা গেছে। আরো বেশ কয়েকটি মারা যাওয়ার আশঙ্কা রয়েছে। সেটা আগামীকাল বলতে পারব। আমার মারা যাওয়া তিনটি মহিষের দাম প্রায় ৪ লাখ টাকা।’

ডিএপি সারকারখানার জিএম (প্রশাসন) আব্দুল জলিল জানান, ‘আমাদের কারখানায় তেমন এ্যামোনিয়ার উৎপাদন নেই। সামান্য যে বর্জ্য যায় তা খেলে পশু মারা যাওয়ার কথা নয়। কারখানার পানি খেয়ে মারা গেছে এটা সঠিক নয়। অন্য কারণে তো মারা যেতে পারে। এটা পোস্টমর্টেম করলে তখন বুঝা যাবে। তারপরও আমরা মানুষের ক্ষতি হোক তা চাইনা। পোস্টমর্টেম রিপোর্টে যদি প্রমাণিত হয় তাহলে আমরা ক্ষতিপূরণ দেব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০