সার কারখানার বিষাক্ত বর্জ্যের পানি পান করে ৩ মহিষের মৃত্যুর অভিযোগ

বাসস
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ২০:৩৭
চট্টগ্রামে বিষাক্ত বর্জ্য মিশ্রিত পানি পান করে তিনটি মহিষ মারা যায় বলে অভিযোগ উঠেছে। ছবি: বাসস

চট্টগ্রাম (দক্ষিণ), ২১ এপ্রিল, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের আনোয়ারার রাঙ্গাদিয়া ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড সার কারখানার বিষাক্ত বর্জ্য মিশ্রিত পানি খেয়ে তিনটি মহিষ মারা গেছে। আজ রোববার বিকালে বসুন্ধরা চরের গোবাদিয়া খালের পানি খেয়ে মহিষগুলোর মারা যায়।

ক্ষতিগ্রস্ত মহিষের মালিক মোহাম্মদ রফিক জানান, ‘বিকেলে বসুন্ধরা চরে মহিষগুলো আনতে গেলে দেখি তিনটি মহিষ মারা গেছে। এরকম আরও অনেক কৃষকের কয়েকশত গরু-মহিষ প্রতিদিন বিচরণ করে এই স্থানে। এর আগে বর্জ্য পানি ছাড়ার আগে মাইকিং করলেও এবার করেনি ডিএপি কারখানা। যার ফলে আমরা সতর্ক হতে পারিনি। আমার তিনটি মহিষ মারা গেছে। আরো বেশ কয়েকটি মারা যাওয়ার আশঙ্কা রয়েছে। সেটা আগামীকাল বলতে পারব। আমার মারা যাওয়া তিনটি মহিষের দাম প্রায় ৪ লাখ টাকা।’

ডিএপি সারকারখানার জিএম (প্রশাসন) আব্দুল জলিল জানান, ‘আমাদের কারখানায় তেমন এ্যামোনিয়ার উৎপাদন নেই। সামান্য যে বর্জ্য যায় তা খেলে পশু মারা যাওয়ার কথা নয়। কারখানার পানি খেয়ে মারা গেছে এটা সঠিক নয়। অন্য কারণে তো মারা যেতে পারে। এটা পোস্টমর্টেম করলে তখন বুঝা যাবে। তারপরও আমরা মানুষের ক্ষতি হোক তা চাইনা। পোস্টমর্টেম রিপোর্টে যদি প্রমাণিত হয় তাহলে আমরা ক্ষতিপূরণ দেব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম হাসপাতালে
ডাকসু প্রার্থী তালিকা প্রকাশ: বৈধ প্রার্থী ৪৬২ জন
যৌথ বাহিনী এক সপ্তাহের অভিযানে সারাদেশে আটক ৫৬
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৫ জন গ্রেফতার
চট্টগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল: ফাওজুল কবির খান
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা    
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
জিলানীর শরীরে থেকে যাওয়া পিলেট অপসারণ করলেন রফিকুল ইসলাম
১০