সিরাজগঞ্জে যমুনার ডানতীর রক্ষায় বাঁধ নির্মাণ কাজ শুরু

বাসস
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৩:০৫
ছবি : বাসস

হারুন অর রশিদ খান হাসান

সিরাজগঞ্জ, ২২ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় ভাঙন থেকে যমুনা নদী রক্ষায়  নদী ডান তীর বাঁধ প্রকল্পের  কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।

যমুনা নদীর ভাঙন কবলিত জনপথ সিরাজগঞ্জের, চৌহালী , এনায়েতপুর, কাজিপুর এবং শাহজাদপুর উপজেলার বেশ কয়েকটি গ্রাম। প্রতি বছরই যমুনা নদীর ভাঙ্গনের কবলে পড়ে বিলীন হচ্ছে এসব এলাকার বসতভিটা, গাছপালাসহ বিস্তীর্ণ ফসলি জমি।

প্রতি বছরই যমুনা তীব্র ভাঙ্গনে কবলে পড়ে নিঃস্ব¦ হচ্ছে নদী তীরের বহু মানুষ। ভাঙ্গনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এনায়েতপুরে জালালপুর, ব্রাক্ষণগ্রাম, হাটপাচিল ও আরকান্দিসহ আশপাশে কয়েকটি গ্রাম। একই পরিস্থিতি চৌহালী ও কাজিপুর উপজেলার বেশ কয়েকটি গ্রাম। এসব এলাকার যমুনা ভাঙ্গনের হাত থেকে রক্ষায় যমুনা নদীর ডানতীর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। এ প্রকল্পের আওতায় কাজিপুর উপজেলার সিংড়াবাড়ী, পাটাগ্রাম ও বাঐখোলায় প্রায় সাড়ে ৬ কিলোমিটার এলাকায় প্রায় সাড়ে ৫শ ৫৪ কোটি টাকা ব্যয়ে যমুনা নদীর ডানতীর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ চলমান রয়েছে। অন্য দিকে শাহজাদপুর উপজেলার ব্রাক্ষণগ্রাম থেকে হাটপাচিল এলাকায় সাড়ে ৬ কিলোমিটার  যমুনা নদীর ডানতীর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ ও বেতিল স্পার-১ এবং এনায়েতপুর স্পার-২ শক্তিশালী করণ প্রকল্পের কাজ চলছে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ৬শ কোটি টাকা। জালালপুর গ্রামে বাসিন্দা আলহাজ আলী,জানান, আগামী বর্ষা মৌসুমের আগেই  প্রকল্পের কাজ শেষ করার কথা। সেই সাথে এলাকার ভাঙন রক্ষায় তীর রক্ষা বাঁধের পাশাপাশি নদীর পূর্ব দিক বরাবর ক্রসবার বাঁধ নির্মাণের দাবি করেছেন তারা।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, প্রকল্পগুলো বাস্তবায়নের পর নদী ভাঙ্গনের হাত থেকে পুরোপুরি রক্ষা পাবে এসব এলাকা। বর্ষা মৌসুমের আগেই প্রকল্পের কাজ শেষ করার  নির্দেশ দেওয়া হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প চমৎকার স্বাস্থ্যের অধিকারী: চিকিৎসক
সারাদেশে কমতে পারে দিনের তাপমাত্রা 
সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে শিল্পকলা একাডেমি মহাপরিচালকের গভীর শোক
গাজায় ইসরাইলের গুলিবর্ষণ বন্ধ, বাসিন্দারা বাড়ি ফিরতে শুরু করেছে
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
১০