সিরাজগঞ্জে যমুনার ডানতীর রক্ষায় বাঁধ নির্মাণ কাজ শুরু

বাসস
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৩:০৫
ছবি : বাসস

হারুন অর রশিদ খান হাসান

সিরাজগঞ্জ, ২২ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় ভাঙন থেকে যমুনা নদী রক্ষায়  নদী ডান তীর বাঁধ প্রকল্পের  কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।

যমুনা নদীর ভাঙন কবলিত জনপথ সিরাজগঞ্জের, চৌহালী , এনায়েতপুর, কাজিপুর এবং শাহজাদপুর উপজেলার বেশ কয়েকটি গ্রাম। প্রতি বছরই যমুনা নদীর ভাঙ্গনের কবলে পড়ে বিলীন হচ্ছে এসব এলাকার বসতভিটা, গাছপালাসহ বিস্তীর্ণ ফসলি জমি।

প্রতি বছরই যমুনা তীব্র ভাঙ্গনে কবলে পড়ে নিঃস্ব¦ হচ্ছে নদী তীরের বহু মানুষ। ভাঙ্গনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এনায়েতপুরে জালালপুর, ব্রাক্ষণগ্রাম, হাটপাচিল ও আরকান্দিসহ আশপাশে কয়েকটি গ্রাম। একই পরিস্থিতি চৌহালী ও কাজিপুর উপজেলার বেশ কয়েকটি গ্রাম। এসব এলাকার যমুনা ভাঙ্গনের হাত থেকে রক্ষায় যমুনা নদীর ডানতীর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। এ প্রকল্পের আওতায় কাজিপুর উপজেলার সিংড়াবাড়ী, পাটাগ্রাম ও বাঐখোলায় প্রায় সাড়ে ৬ কিলোমিটার এলাকায় প্রায় সাড়ে ৫শ ৫৪ কোটি টাকা ব্যয়ে যমুনা নদীর ডানতীর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ চলমান রয়েছে। অন্য দিকে শাহজাদপুর উপজেলার ব্রাক্ষণগ্রাম থেকে হাটপাচিল এলাকায় সাড়ে ৬ কিলোমিটার  যমুনা নদীর ডানতীর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ ও বেতিল স্পার-১ এবং এনায়েতপুর স্পার-২ শক্তিশালী করণ প্রকল্পের কাজ চলছে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ৬শ কোটি টাকা। জালালপুর গ্রামে বাসিন্দা আলহাজ আলী,জানান, আগামী বর্ষা মৌসুমের আগেই  প্রকল্পের কাজ শেষ করার কথা। সেই সাথে এলাকার ভাঙন রক্ষায় তীর রক্ষা বাঁধের পাশাপাশি নদীর পূর্ব দিক বরাবর ক্রসবার বাঁধ নির্মাণের দাবি করেছেন তারা।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, প্রকল্পগুলো বাস্তবায়নের পর নদী ভাঙ্গনের হাত থেকে পুরোপুরি রক্ষা পাবে এসব এলাকা। বর্ষা মৌসুমের আগেই প্রকল্পের কাজ শেষ করার  নির্দেশ দেওয়া হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০