নাটোরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

বাসস
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৩:০৮
নাটোরে মঙ্গলবার বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

নাটোর, ২২ এপ্রিল, ২০২৫ (বাসস) : ‘স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি’এই প্রতিপাদ্য বিষয়ে জেলায় আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়েছে। 

এ উপলক্ষে সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আসমা শাহীন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াতের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ভক্ত প্রসাদ দাস, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. শফিকুল ফেরদৌস, পুলিশ পরিদর্শক সাইদুর রহমান, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আলো’র নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা, ব্র্যাকের জেলা কো-অর্ডিনেটর মো. মাহফুজুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সরকার অটিজমসহ প্রতিবন্ধী ব্যক্তির কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি প্রদান, চিকিৎসার ব্যবস্থা করা সরকার প্রদত্ত সেবার মধ্যে অন্যতম।

সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসার জন্যে ৩৪টি শিশু বিকাশ কেন্দ্র এবং সকল জেলায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে অটিজম কর্নার কাজ করছে। দেশের উন্নয়নের ধারায় এই জনগোষ্ঠিকে সম্পৃক্ত করে  সমৃদ্ধির পথে এগিয়ে যাবে দেশ।

সকল সচেতন জনগোষ্ঠিকে অটিজম বৈশিষ্টসম্পন্ন ব্যক্তিদের স্বার্থ সংরক্ষণে সোচ্চার হতে হবে। মাতৃগর্ভে কিংবা জন্মের পরপর শিশুর অটিজম হওয়ার সম্ভাবনাকে রোধ করার ব্যবস্থা গ্রহন, অটিজম বৈশিষ্টসম্পন্ন ব্যক্তিদের প্রতি সমব্যথী হওয়া ও তাদের বৈচিত্র্যকে বরণ করা, তাদের শিক্ষা ও চিকিৎসা গ্রহন এবং প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা পালন করতে হবে হবে বলে বক্তারা উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে অটিজম আক্রান্ত শিশুসহ সাতজনকে হুইল চেয়ার প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে নিখোঁজের দুদিন পর শিশুর লাশ উদ্ধার
ভোলায় যৌথ অভিযানে ট্রলার ও বেহুন্দি জালসহ ৮ জেলে আটক
ইসরাইলের নাম না নিয়ে কাতারে হামলার নিন্দা জানালো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
১৫ ফেব্রুয়ারির মধ্যেই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন: শফিকুল আলম
সাগর থেকে মেঘনা-তেতুলিয়ায় আসছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, নদীতে ব্যস্ত জেলেরা
বায়ু, পলিথিন ও শব্দদূষণ রোধে ১,৫৪০ মোবাইল কোর্ট অভিযানে ৩৭৯৭টি মামলা দায়ের
ইউরোপীয় ইউনিয়নের নেতাদের নিকট বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
মার্কিন মুদ্রাস্ফীতি অনুকূল হওয়ায় ঊর্ধ্বমুখী ধারায় বিশ্ব শেয়ারবাজার
ফ্রান্সের সাথে ইরানের বন্দী বিনিময় চুক্তি দ্বারপ্রান্তে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
রাজধানীতে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার
১০