দোহায় ৪ নারী ক্রীড়াবিদকে পরিচয় করিয়ে দিলেন প্রধান উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৬:৪২
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়েছেন বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদ। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক

দোহা, (কাতার) ২২ এপ্রিল, ২০২৫ (বাসস) : কাতারে আর্থনা শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আজ বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে উপস্থিত ব্যক্তিবর্গের সঙ্গে পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 

মঙ্গলবার কাতারের স্থানীয় সময় সকাল ১০টায় আর্থনা শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বক্তব্য দেন।

এসময় তিনি তাঁর সফরসঙ্গী হিসেবে বাংলাদেশ থেকে আসা জাতীয় চার নারী ক্রীড়াবিদকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এ তথ্য জানান।

এই চার নারী ক্রীড়াবিদ হলেন- ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা, ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা।

এর আগে বাংলাদেশি চার নারী ক্রীড়াবিদ কাতার ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা সংবর্ধনায় অংশ নেন।

বাংলাদেশে এই প্রথম কোনো সরকার প্রধানের রাষ্ট্রীয় সফরসঙ্গী হয়েছেন নারী ক্রীড়াবিদদের একটি দল।

দোহায় ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত এবারের আর্থনা শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান।’ কাতার ফাউন্ডেশনের সহযোগিতায় প্রতিষ্ঠিত নীতি গবেষণা প্রতিষ্ঠান আর্থনা সেন্টার ফর আ সাসটেইনেবল ফিউচার এই শীর্ষ সম্মেলনের আয়োজক।

চার দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা বর্তমানে কাতার সফরে রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সমুদ্র পরিবহনে কার্বন করের পক্ষে ভোটদানকারি দেশগুলোকে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প চমৎকার স্বাস্থ্যের অধিকারী: চিকিৎসক
সারাদেশে কমতে পারে দিনের তাপমাত্রা 
সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে শিল্পকলা একাডেমি মহাপরিচালকের গভীর শোক
গাজায় ইসরাইলের গুলিবর্ষণ বন্ধ, বাসিন্দারা বাড়ি ফিরতে শুরু করেছে
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
১০