ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহযোগিতা কার্যক্রম অব্যাহত রাখতে চায় ‘টিকা’

বাসস
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৭:৫০
আজ মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখতে চায় তুরস্কের সহযোগিতা ও সমন্বয় সংস্থা তার্কিশ কো-অপারেশন এন্ড কোঅর্ডিনেশন এজেন্সি (টিকা)। ছবি : বাসস

ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখতে চায় তুরস্কের সহযোগিতা ও সমন্বয় সংস্থা তার্কিশ কো-অপারেশন এন্ড কোঅর্ডিনেশন এজেন্সি (টিকা)।

আজ মঙ্গলবার বিকালে টিকা’র নতুন পরিচালক মোহাম্মদ আলী আরমাঘান ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। 

এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা. আব্দুল্লাহ আল মাহমুদ, শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. এ এম সাজ্জাদ হোসেন ও টিকা’র বাংলাদেশ প্রতিনিধি মঞ্জুর হোসেন।

সাক্ষাৎকালে টিকার প্রতিনিধিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের প্রয়োজনীয় সংস্কার ও প্যাথলজি বিভাগের উন্নয়নে সহযোগিতা প্রদানের জন্য আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে ‘টিকা’ ভূমিকা রাখতে চায় বলে জানান পরিচালক মোহাম্মদ আলী আরমাঘান।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক্ষেত্রে তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। শিগগিরই দুই পক্ষের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার : ড. খন্দকার মোশাররফ 
বিএসপিএ ও বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাবের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
অপ্রয়োজনীয় কল কমলে ৯৯৯ এর সেবা আরও দ্রুত পাওয়া যাবে
দেশের সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত
বাইউস্টে আন্ত:বিভাগীয় নারী ক্রিকেট টুর্নামেন্টে আইন বিভাগ চ্যাম্পিয়ন
কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা পালন করছে রাকাব 
বন্য হাতির আক্রমণ : শেরপুরে নিহত দুই পরিবার পেল আর্থিক সহায়তা
চাঁপাইনবাবগঞ্জে জমে উঠেছে পশুর হাট, ছোট গরুর চাহিদা বেশি
লালমনিরহাটে বোরো ধান ও চাল সংগ্রহ শুরু
এনআইডি সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ ইসির 
১০