ঢাবি গবেষণা সংসদের নবীন বরণ অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৮:০৬
আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ (ডিইউআরএস)-এর নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাসস

ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ (ডিইউআরএস)-এর নবীন বরণ আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ডিইউআরএস-এর সভাপতি ফাহিম হাসান মাহদীর সভাপতিত্বে অনুষ্ঠানে ক্লাবের মডারেটর ও অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মু. মনজুরুল করিম, দি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস-এর কান্ট্রি ডিরেক্টর তানিয়েল বেদিয়া তাইসি, ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সিনিয়র রিসার্চ ফেলো কাজী সামিও শীশ, ডিইউআরএস-এর প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ সাদেক ও বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

ডিইউআরএস-এর সাধারণ সম্পাদক শাহরিয়ার নাজিম সীমান্ত ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, আন্তর্জাতিক র‌্যাঙ্কিং-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানের উন্নয়ন ঘটাতে শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। এক্ষেত্রে আমাদের সকল সীমাবদ্ধতা ও দৈন্যতা অতিক্রম করতে হবে। 

গবেষণার অনুকূল ও উপযুক্ত পরিবেশ তৈরি এবং গবেষণার সংস্কৃতি ও চর্চা বজায় রাখার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।

তিনি আরো বলেন, সমাজে একটি প্রচলিত ধারণা রয়েছে যে, শুধু শিক্ষক ও গবেষকবৃন্দ গবেষণা করবেন। এই ধারণা থেকে বের হয়ে আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে থেকেই গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা
১ মে ঢাকায় ‘বিশাল জনসভা’ করবে বিএনপি
গিলের ব্যাটিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে গুজরাট
গুলশানে ডিএনসিসির রাস্তা ও ফুটপাতের ২০০টি অবৈধ দোকান উচ্ছেদ
ছাত্র-শিক্ষকই হলো শিক্ষার মূল অনুষঙ্গ: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি
ভবদহ এলাকার জলাবদ্ধতার স্থায়ী সমাধানে সম্ভাব্যতা যাচাই করছি: পরিবেশ উপদেষ্টা
অটিজম ব্যক্তি সমাজের বোঝা নয়, মানুষের জীবনের ভিন্ন বাস্তবতা : শারমীন এস মুরশিদ
চাঁদপুরে খাদ্যদ্রব্যে ভেজাল দেয়ায় ৬০ হাজার টাকা জরিমানা
নীলফামারীতে চীনের প্রস্তাবিত হাসপাতাল স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন 
১০