ঢাবি গবেষণা সংসদের নবীন বরণ অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৮:০৬
আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ (ডিইউআরএস)-এর নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাসস

ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ (ডিইউআরএস)-এর নবীন বরণ আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ডিইউআরএস-এর সভাপতি ফাহিম হাসান মাহদীর সভাপতিত্বে অনুষ্ঠানে ক্লাবের মডারেটর ও অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মু. মনজুরুল করিম, দি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস-এর কান্ট্রি ডিরেক্টর তানিয়েল বেদিয়া তাইসি, ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সিনিয়র রিসার্চ ফেলো কাজী সামিও শীশ, ডিইউআরএস-এর প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ সাদেক ও বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

ডিইউআরএস-এর সাধারণ সম্পাদক শাহরিয়ার নাজিম সীমান্ত ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, আন্তর্জাতিক র‌্যাঙ্কিং-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানের উন্নয়ন ঘটাতে শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। এক্ষেত্রে আমাদের সকল সীমাবদ্ধতা ও দৈন্যতা অতিক্রম করতে হবে। 

গবেষণার অনুকূল ও উপযুক্ত পরিবেশ তৈরি এবং গবেষণার সংস্কৃতি ও চর্চা বজায় রাখার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।

তিনি আরো বলেন, সমাজে একটি প্রচলিত ধারণা রয়েছে যে, শুধু শিক্ষক ও গবেষকবৃন্দ গবেষণা করবেন। এই ধারণা থেকে বের হয়ে আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে থেকেই গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরায় ভেজাল সার উৎপাদন করায় কারখানা সিলগালা
ঝালকাঠিতে ‘তরুণ প্রজন্মের সফলতার গল্প’ শীর্ষক সম্মেলন
বাসিন্দাদের গাজা ছেড়ে যেতে বলছে ইসরাইল, মানছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা
চাঁদপুরে সমাজসেবার ৭ কোটি টাকার অনুদান
কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের জনসচেতনতামূলক সভা
১২০ টাকায় সাতক্ষীরায় পুলিশে চাকরি পেলেন ২৮ জন 
নেপালে অন্তর্বর্তীকালীন নেতা হচ্ছেন সাবেক প্রধান বিচারপতি কার্কি
নিউইয়র্ক ৯/১১ হামলার ঘটনা স্মরণ করতে যাচ্ছে
জেল পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩
১০