শুরু হচ্ছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

বাসস
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৮:৩৪
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু উপলক্ষে মঙ্গলবার সিজেকেএস মিলনায়তনে এক সংবাদ সম্মেলন এ অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

চট্টগ্রাম, ২২ এপ্রিল, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে ১১টি জেলা দলের অংশগ্রহণে আগামী ২৪ এপ্রিল রাঙামাটি মারী স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধনের মাধ্যমে শুরু হচ্ছে বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক রাঙামাটি ও বান্দরবান জেলা দল। পরদিন শুক্রবার চট্টগ্রাম জেলা দলের বিপক্ষে লড়বে খাগড়াছড়ি। টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীন।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (২২ এপ্রিল) চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানা গেছে। এতে প্রতিযোগিতার নানা তথ্য তুলে ধরেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহান এবং সদস্য সচিব শাহনেওয়াজ রিটন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে পাহাড়ি-বাঙালি সম্প্রীতির নৃত্যসহ বৈচিত্র্যময় সাংস্কৃতিক আয়োজন। টুর্নামেন্টের ফিকশ্চার প্রণয়ন, দলগুলোর জার্সির রং নির্ধারণ ও বাইলজ অনুমোদনসহ যাবতীয় কাজ জেলা প্রশাসক ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে স্বচ্ছতার সঙ্গে করা হয়েছে। জেলা দলগুলোর মধ্যে সমপ্রতিযোগিতা নিশ্চিতে বিদেশি বা অতিথি খেলোয়াড় না রাখার বিধান রাখা হয়েছে।

এতে আরও জানানো হয়, চট্টগ্রাম, কক্সবাজার, তিন পার্বত্য জেলা, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলা দল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। ভৌগোলিক ও অংশগ্রহণকারী দলের যাতায়াত ব্যবস্থার বিবেচনায় দলগুলোকে দুটি জোনে ভাগ করা হয়েছে। ‘ক’ জোনে আছে চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলা এবং ‘খ’ জোনে রয়েছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী জেলা। ‘ক’ জোনের খেলা রাঙ্গামাটি ও ‘খ’ জোনের খেলা কুমিল্লায় অনুষ্ঠিত হবে। পরে উভয় জোন চ্যাম্পিয়ন দল শিরোপা নির্ধারণী ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে।

টুর্নামেন্ট আয়োজনে বিভাগীয় অংশে সহযোগিতা করছেন কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল ও ডেইলি পিপল্স ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. সিহাব উদ্দিন, সদস্য মোহাম্মদ হাফিজুর রহমান, সৈয়দ আবুল বাশার, চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শহীদুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শহীদ নাজমুলের পরিবারের দায়িত্ব নিয়েছেন পিনাকী ভট্টাচার্য
ঢাবিতে এক বছরে চীনা শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণ হয়েছে
অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির স্বার্থসংরক্ষণে সচেষ্ট হতে হবে: সিলেটে বক্তারা
ধরিত্রী দিবসে ১১৬টি সামুদ্রিক কচ্ছপের বাচ্চা অবমুক্ত করেছে ইউএনডিপি
নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিটিআরসি’তে দুদকের অভিযান
কৃষ্টি ও সংস্কৃতির বৈচিত্র্যই হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য: তারেক রহমান
নীলফামারীতে হুইল চেয়ার পেলেন ১০ প্রতিবন্ধী
বিড়ালসহ বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে ভ্যানের উদ্বোধন করলেন পরিবেশ উপদেষ্টা
সিলেটে শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে
প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারের জ্বালানি প্রতিমন্ত্রীর বৈঠক
১০