‘লিভিং ইন এ হেলদি স্পেস’ প্রতিযোগিতায় ঝিনাইদহ ক্যাডেট কলেজ প্রথম 

বাসস
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৬:৫৪
ছবি: আইএসপিআর

ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্পেস সোসাইটি (এনএসএস) আয়োজিত ২০২৪ সালের ‘লিভিং ইন এ হেলদি স্পেস’ বৈশ্বিক ডিজাইন প্রতিযোগিতায় নবম গ্রেড (বড় দল) ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ।

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ঝিনাইদহ ক্যাডেট কলেজ প্রথম স্থান অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার একথা জানানো হয়েছে।

তাদের উদ্ভাবনী প্রকল্পটি খাদ্য নিরাপত্তা, সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং মহাকাশে টেকসই বর্জ্য ব্যবস্থাপনার ওপর দৃষ্টিনন্দন ও বাস্তবভিত্তিক সমাধান উপস্থাপন করে বিশ্বব্যাপী জমা পড়া শত শত প্রকল্পের মধ্য থেকে নির্বাচিত হয়েছে।

এই গৌরবোজ্জ্বল অর্জনের পেছনে যারা নিরলস পরিশ্রম করেছেন তারা হলেন-ক্যাডেট আরিয়ান হোসেন সাহির, ক্যাডেট ইফতেখার মাহমুদ আসিফ, ক্যাডেট রাফান মাশরুর হক, ক্যাডেট তাশরিফ হাসান, ক্যাডেট এস কে আহনাফ হক এবং ক্যাডেট জিসান মাহমুদ। তারা বিগত এক বছর ধরে এই প্রকল্পে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন এবং তাদের সৃজনশীলতা ও বৈজ্ঞানিক চিন্তাশক্তি আজ আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃত হয়েছে, যা আমাদের জাতীয় গর্বের বিষয়। কলেজের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন জেক্সকা-এর পৃষ্ঠপোষকতায় নবনির্মিত রোবটিক্স ল্যাব ‘অটোমেটোস ২৭’ ক্যাডেটদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুপ্রেরণা যোগায়। 
প্রতিযোগিতায় ১১টি দেশের ১ হাজার ৬৪১টি প্রতিষ্ঠানের ৯ হাজার ২৮ জন শিক্ষার্থী ৭টি মূল বিভাগ ও ২১টি উপ-বিভাগে অংশগ্রহণ করেন। ভবিষ্যতের মহাকাশে মানুষের বসবাসের উপযোগী স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করতে শিক্ষার্থীদেরকে টেকসই সমাধান নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রকাশিত আনুষ্ঠানিক ফলাফল এর লিংক:

https://nss.org/healthz-space-competition-results/

এই অসাধারণ সাফল্য বাংলাদেশের তরুণদের সম্ভাবনা, মেধা ও বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সক্ষমতাকে প্রমাণ করে। ভবিষ্যতের বিজ্ঞানী, উদ্ভাবক ও মহাকাশ গবেষকদের এই অর্জন সকলের জন্য অনুপ্রেরণার উৎস বলে আইএসপিআর জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তারেক রহমান জুলাই গণতন্ত্রের ধ্রুবতারা, তাকে নিয়ে বাজে মন্তব্য করবেন না: রিজভী
বশিরের ইনজুরিতে আট বছর পর ইংল্যান্ড টেস্ট দলে ডওসন
ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোটের বিষয়ে ঐকমত্য হয়েছে: অধ্যাপক আলী রীয়াজ
ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল ও নাজিরাবাজার মাতৃসদনে মিডওয়াইফারি সেবা চালু
আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী: দ্রুত বিচারের দাবি পরিবার-সহযোদ্ধাদের
শামীম ওসমান ও তার স্ত্রী’র বিরুদ্ধে দুদক-এর পৃথক মামলা
টাঙ্গাইলে দরিদ্র ব্যক্তিদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ   
নাপোলি থেকে স্থায়ীভাবে গ্যালাতাসারেতে যোগদানের দ্বারপ্রান্তে ওশিমেন
এ মাসেই শুরু হচ্ছে জাপান প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম
সাতক্ষীরায় দুগ্ধ সমবায় সদস্যদের মধ্যে চেক বিতরণ 
১০