পটুয়াখালীতে এক মাদক কারবারির লাশ উদ্ধার

বাসস
প্রকাশ: ০৩ মে ২০২৫, ১৩:০১

পটুয়াখালী, ৩ মে, ২০২৫ (বাসস) : জেলার বাউফলের আদাবাড়িয়া  ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপাশা গ্রামের ফকিরের হাট এলাকা থেকে খলিলুর রহমান গাজী (৩১) নামের এক মাদককারবারির লাশ উদ্ধার  করা হয়েছে। আজ শনিবার সকালে এ লাশ উদ্ধার  করা হয়।

দক্ষিণ  লক্ষ্মীপাশা গ্রামের ইউপি সদস্য মো. আনিচুর রহমান জানান, গত মঙ্গলবার রাত থেকে খলিলুর রহমান গাজী নিখোঁজ ছিলেন। তার বাবার নাম হাসান গাজী। তাকে খুঁজে না পেয়ে শুক্রবার তার  বাবা বাউফল থানায় একটি জিডি করেন। আজ সকাল সাড়ে ৭টার দিকে একই  ইউনিয়নের ফকিরের হাট বাজার থেকে এক ব্যক্তি তাকে ফোন করে বিষয়টি জানান। তিনি ঘটনাস্থলে গিয়ে দেখতে পান ওই এলাকার পাকা রাস্তার দক্ষিণ পাশে খড়কুটা দিয়ে লাশটি ঢেকে রাখা  হয়েছে। লাশের দুই পা বাইরে ছিল।

খড়কুটা সরানোর পর খলিলের লাশ শনাক্ত করা হয় এবং তার স্বজনদের খবর দেয়া হয়। বিষয়টি পুলিশকেও জানানো হয়।

স্থানীয়রা জানান, খলিল এলাকায় মাদক ব্যবসা করতেন। তার নামে  থানায় একাধিক  মামলা রয়েছে। পুলিশের ভয়ে খলিল এক সময় ঢাকা  চলে যান। একসপ্তাহ আগে খলিল ঢাকা থেকে বাড়ি আসেন।  মঙ্গলবার  রাত ১০ টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। খলিল মাদকব্যবসা ছেড়ে  দেয়ায় তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

বাউফল  থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম  বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে  পুলিশ পাঠানো  হয়েছে। লাশ হাতে পাওয়ার পর  আইনগতভাবে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিশু ও নারী উন্নয়নে প্রয়োজন জনসচেতনতা
মানিকগঞ্জের শিবালয়ে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় দোয়া মাহফিল
মেক্সিকো সিটিতে গ্যাস ট্রাক বিস্ফোরণে চারজন নিহত
আটকের পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন দক্ষিণ কোরিয়ার নাগরিকরা
দুইবার 'বাবা' বলে নিথর হয়ে যায় ৬ বছরের জাবির ইব্রাহিম
জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা উত্তর জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা
লিগ্যাল এইডে এডিআর-এর মাধ্যমে ১,৫৮,৮৩১ মামলা নিষ্পত্তি
খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে অসহায় রোগীদের হুইল চেয়ার বিতরণ
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৩৩ জন 
১০