পটুয়াখালীতে এক মাদক কারবারির লাশ উদ্ধার

বাসস
প্রকাশ: ০৩ মে ২০২৫, ১৩:০১

পটুয়াখালী, ৩ মে, ২০২৫ (বাসস) : জেলার বাউফলের আদাবাড়িয়া  ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপাশা গ্রামের ফকিরের হাট এলাকা থেকে খলিলুর রহমান গাজী (৩১) নামের এক মাদককারবারির লাশ উদ্ধার  করা হয়েছে। আজ শনিবার সকালে এ লাশ উদ্ধার  করা হয়।

দক্ষিণ  লক্ষ্মীপাশা গ্রামের ইউপি সদস্য মো. আনিচুর রহমান জানান, গত মঙ্গলবার রাত থেকে খলিলুর রহমান গাজী নিখোঁজ ছিলেন। তার বাবার নাম হাসান গাজী। তাকে খুঁজে না পেয়ে শুক্রবার তার  বাবা বাউফল থানায় একটি জিডি করেন। আজ সকাল সাড়ে ৭টার দিকে একই  ইউনিয়নের ফকিরের হাট বাজার থেকে এক ব্যক্তি তাকে ফোন করে বিষয়টি জানান। তিনি ঘটনাস্থলে গিয়ে দেখতে পান ওই এলাকার পাকা রাস্তার দক্ষিণ পাশে খড়কুটা দিয়ে লাশটি ঢেকে রাখা  হয়েছে। লাশের দুই পা বাইরে ছিল।

খড়কুটা সরানোর পর খলিলের লাশ শনাক্ত করা হয় এবং তার স্বজনদের খবর দেয়া হয়। বিষয়টি পুলিশকেও জানানো হয়।

স্থানীয়রা জানান, খলিল এলাকায় মাদক ব্যবসা করতেন। তার নামে  থানায় একাধিক  মামলা রয়েছে। পুলিশের ভয়ে খলিল এক সময় ঢাকা  চলে যান। একসপ্তাহ আগে খলিল ঢাকা থেকে বাড়ি আসেন।  মঙ্গলবার  রাত ১০ টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। খলিল মাদকব্যবসা ছেড়ে  দেয়ায় তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

বাউফল  থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম  বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে  পুলিশ পাঠানো  হয়েছে। লাশ হাতে পাওয়ার পর  আইনগতভাবে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
কোনো অবস্থাতেই দুর্নীতি-স্বজনপ্রীতি সমর্থন করা হবে না : ডা. জাহিদ
মালদ্বীপে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার প্রস্তাব
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কাল
পাঁচটি ব্যাংক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়া হবে : বাংলাদেশ ব্যাংক
এলজিইডির প্রধান প্রকৌশলীর দায়িত্বে জাবেদ করিম
স্লোভাকিয়ায় ভালুক নিধনের বিরুদ্ধে ইইউ’তে অভিযোগ দিয়েছে গ্রিনপিস
এনসিপির মনোনয়ন ফরম বিতরণ শুরু
১০