পটুয়াখালীতে এক মাদক কারবারির লাশ উদ্ধার

বাসস
প্রকাশ: ০৩ মে ২০২৫, ১৩:০১

পটুয়াখালী, ৩ মে, ২০২৫ (বাসস) : জেলার বাউফলের আদাবাড়িয়া  ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপাশা গ্রামের ফকিরের হাট এলাকা থেকে খলিলুর রহমান গাজী (৩১) নামের এক মাদককারবারির লাশ উদ্ধার  করা হয়েছে। আজ শনিবার সকালে এ লাশ উদ্ধার  করা হয়।

দক্ষিণ  লক্ষ্মীপাশা গ্রামের ইউপি সদস্য মো. আনিচুর রহমান জানান, গত মঙ্গলবার রাত থেকে খলিলুর রহমান গাজী নিখোঁজ ছিলেন। তার বাবার নাম হাসান গাজী। তাকে খুঁজে না পেয়ে শুক্রবার তার  বাবা বাউফল থানায় একটি জিডি করেন। আজ সকাল সাড়ে ৭টার দিকে একই  ইউনিয়নের ফকিরের হাট বাজার থেকে এক ব্যক্তি তাকে ফোন করে বিষয়টি জানান। তিনি ঘটনাস্থলে গিয়ে দেখতে পান ওই এলাকার পাকা রাস্তার দক্ষিণ পাশে খড়কুটা দিয়ে লাশটি ঢেকে রাখা  হয়েছে। লাশের দুই পা বাইরে ছিল।

খড়কুটা সরানোর পর খলিলের লাশ শনাক্ত করা হয় এবং তার স্বজনদের খবর দেয়া হয়। বিষয়টি পুলিশকেও জানানো হয়।

স্থানীয়রা জানান, খলিল এলাকায় মাদক ব্যবসা করতেন। তার নামে  থানায় একাধিক  মামলা রয়েছে। পুলিশের ভয়ে খলিল এক সময় ঢাকা  চলে যান। একসপ্তাহ আগে খলিল ঢাকা থেকে বাড়ি আসেন।  মঙ্গলবার  রাত ১০ টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। খলিল মাদকব্যবসা ছেড়ে  দেয়ায় তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

বাউফল  থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম  বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে  পুলিশ পাঠানো  হয়েছে। লাশ হাতে পাওয়ার পর  আইনগতভাবে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বৈরাচার সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করে দিয়েছে : ড. আব্দুল মঈন খান
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ
১০