ফ্যাসিস্ট আওয়ামী লীগ কমপক্ষে তিনটি গণহত্যা সংঘটিত করেছে : ডা. শফিকুর রহমান

বাসস
প্রকাশ: ০৩ মে ২০২৫, ১৬:৪৪
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান শনিবার মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে সারা দেশের সকল জেলা ও মহানগর আমীরদের নিয়ে দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনকালে বক্তৃতা করেন। ছবি : বাসস

ঢাকা, ৩ মে, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ কমপক্ষে তিনটি গণহত্যা সংঘটিত করেছে। এই গণহত্যার প্রথমটা বিডিআর-এর ঘটনায় ৫৭ জন চৌকস সেনা অফিসারকে আমরা হারিয়েছি। দ্বিতীয়টি ৫ই মে হেফাজতের সমাবেশে ও সর্বশেষ জুলাই গণ-অভ্যুত্থানে গণহত্যা সংঘটিত করেছে তারা।

আজ শনিবার মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে সারা দেশের সকল জেলা ও মহানগর আমীরদের নিয়ে দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করে তিনি একথা বলেন।

আমীরে জামায়াত বলেন, সারা দেশের সব মহানগরী ও জেলা আমীরদের নিয়ে আজকে আমরা একত্রে বসতে পেরেছি। গত ১৫ বছর আমরা এমনভাবে বসতে পারিনি। গত ১৫ বছরে গুম-খুনের মাধ্যমে অগণিত মানুষ চিরদিনের জন্য হারিয়ে গেছে। যাদের ভাগ্য ভালো, তারা ফিরে এসেছে। অসংখ্য মানুষকে এক যুগ ধরে তাদের কর্মস্থল থেকে তাড়িয়ে দিয়ে তাদের পেঠে লাথি মারা হয়েছে।

তিনি আরো বলেন, ৫ আগস্টের পর দল হিসেবে আমাদের প্রথম ও প্রধান দায়িত্ব ছিল শহীদ পরিবারের পাশে দাঁড়ানো। আমরা প্রায় সকল শহীদ পরিবারের পাশে দাঁড়াতে পেরেছি। তারা আমাদের এই সহযোগিতা গ্রহণ করেছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

ডা. শফিকুর রহমান বলেন, এদেশ আমাদের সকলের। দেশে যদি অস্থিরতা বিরাজ করে, সবাই মুখ থুবড়ে পড়বো। আমরা বিশৃঙ্খলা পছন্দ করি না। দ্বিতীয় স্বাধীনতার পর দেশে ৪ দিন কার্যত কোন সরকার ছিল না। সে সময়ও আমরা আমাদের সেচ্ছাসেবক দিয়ে ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয় পাহারা দিয়েছি। 

তিনি আরও বলেন, জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সরকার গঠিত হয়েছে, তাকে আমরা সমর্থন করছি এবং করবো। তবে আমরা বিনা শর্তে সমর্থন দিচ্ছি না। জাতির মনে আস্থা তৈরীর জন্য দৃশ্যমান বিচারের ব্যবস্থা করতে হবে। যদি এদের বিচার হয়, তবে আগামী নির্বাচনে কালো টাকা ব্যবহারের দুঃসাহস কেউ দেখাবে না। এ জাতি একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। এক্ষেত্রে আমাদের সুপারিশমালা আমরা কমিশনের কাছে দিয়েছি। আমরা যত বেশি সহযোগিতা করবো, সরকার তত সফল হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্যাটিং ধসে প্রথম দিনই ২২৫ রানে অলআউট অস্ট্রেলিয়া
রাহুলের সেঞ্চুরিতে ইংল্যান্ডের সাথে সমানতালে লড়ছে ভারত
নৌকা বাদ ও শাপলা তালিকাভুক্ত করার দাবি এনসিপি’র
পটিয়া আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান জসিম গ্রেপ্তার
গাজায় জ্বালানি সংকট ‘ভয়াবহ পর্যায়ে’: জাতিসংঘ
চট্টগ্রামে ৩৯ প্রভাবশালীর দখলে থাকা জায়গা উদ্ধারে পাউবো’র অভিযান
ভূরুঙ্গামারীতে ট্রাক অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৩
প্রাইভেট ভার্সিটির শিক্ষার্থীরা রাজপথে না থাকলে আন্দোলন ৫ আগস্ট পর্যন্ত চালিয়ে যাওয়া সম্ভব হতো না  : রাশা
ইউরোপীয় ইউনিয়নে মার্কিন শুল্কের প্রভাব একরকম নয়
কুড়িগ্রামকে মাদকমুক্ত করতে অব্যাহত অভিযানের অঙ্গীকার  
১০