চট্টগ্রামে জোড়াখুনের প্রধান আসামি হাসান গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধার

বাসস
প্রকাশ: ০৩ মে ২০২৫, ১৭:২৩
ছবি : বাসস

চট্টগ্রাম, ৩মে, ২০২৫ (বাসস) : নগরীর বাকলিয়া এক্সেস রোডে প্রাইভেটকারে গুলি চালিয়ে জোড়াখুনের মামলার প্রধান আসামি মোহাম্মদ হাসানকে (৩৭) নোয়াখালীর হাতিয়া থেকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। 

পরে স্বীকারোক্তি মতে, তার বসতঘরের ড্রেসিং টেবিলের পিছনে শপিং ব্যাগ থেকে দু’টি ম্যাগজিন, দু’টি গুলি ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

শনিবার (৩ মে) বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে নোয়াখালী জেলার হাতিয়ার নলের চর ভূমিহীন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার স্বীকারোক্তির ভিত্তিতে বসতঘর থেকে একটি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগজিন ও দু’টি গুলি উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃক হাসান চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার পশ্চিম শহীদ নগর সুবাহান কন্ট্রাক্টর বাড়ির মো. আলমের ছেলে।

পুলিশ জানায়, গত ২৯ মার্চ দিবাগত রাতে নগরীর চকবাজার থানাধীন বাকলিয়া এক্সেস রোড চন্দনপুরা অংশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৩জন সন্ত্রাসী ছয়টি মোটরসাইকেল যোগে একটি প্রাইভেটকারকে ধাওয়া করে এলোপাতাড়ি গুলি চালালে প্রাইভেটকারে থাকা বখতেয়ার ও আব্দুল্লাহ নামে দু’জনের মৃত্যু হয়। এ ঘটনায় হত্যার শিকার বখতেয়ার উদ্দিন মানিকের মা বাদি হয়ে গত ১ এপ্রিল সন্ধ্যায় কারাবন্দী শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রীসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলায় অন্য আসামিরা হলেন-মোহাম্মদ হাসান (৩৭), মোবারক হোসেন ইমন (২২), খোরশেদ (৪৫), রায়হান (৩৫) ও বোরহান (২৭)।


 

 
Back 
  • সর্বশেষ
  • জনপ্রিয়
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৩৩ জন 
মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার
দুদকের ৪টি অভিযানে দুর্নীতি ও অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলেছে
কাঠমান্ডু থেকে দেশে ফিরলেন বাংলাদেশ ফুটবল দল ও আটকে পড়া নাগরিকরা
জয় দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ
বৈষম্যের শিকার অফিসারদের আবেদনপত্র ২১ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে
দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে রাজবাড়িতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
জামায়াতের আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
‘পোপ ফেস্ট’ উদযাপনে ভ্যাটিকান রাষ্ট্রদূতের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দল
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোন বিকল্প আমাদের হাতে নেই : প্রধান উপদেষ্টা
১০