চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান’ হল উদ্বোধন

বাসস
প্রকাশ: ০৩ মে ২০২৫, ১৭:৫২
শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল উদ্বোধন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছবি: বাসস

চট্টগ্রাম, ৩ মে, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল উদ্বোধন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার (৩ মে) দুপুরে হলটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার ৬ মাসের মধ্যে এক হাজার শিক্ষার্থী নতুন দুই হলে উঠাতে পেরেছি। বিশ্ববিদ্যালয় হলো একটি ছোট পৃথিবী। আমাদের তো এখন বিদেশি ছাত্র কমে গেছে। আমরা এখন সেটি ধরে রাখতে পারছি না। তবে আমাদের সেই দিকে নজর দিতে হবে। একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলে সেই দেশের বিভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচিত হবে। আমরা রাতারাতি সব শিক্ষার্থীদের জন্য আবাসন সুবিধা দিতে পারছি না। তবে আমরা আরও বেশ কয়েকটি হল নির্মাণের জন্য সরকারের সঙ্গে আলোচনা করছি।’

হলের প্রভোস্ট এবং রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এ. জি. এম. নিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আল-আমীন, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্যা পাটওয়ারী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বৈরাচার সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করে দিয়েছে : ড. আব্দুল মঈন খান
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ
১০