চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান’ হল উদ্বোধন

বাসস
প্রকাশ: ০৩ মে ২০২৫, ১৭:৫২
শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল উদ্বোধন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছবি: বাসস

চট্টগ্রাম, ৩ মে, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল উদ্বোধন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার (৩ মে) দুপুরে হলটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার ৬ মাসের মধ্যে এক হাজার শিক্ষার্থী নতুন দুই হলে উঠাতে পেরেছি। বিশ্ববিদ্যালয় হলো একটি ছোট পৃথিবী। আমাদের তো এখন বিদেশি ছাত্র কমে গেছে। আমরা এখন সেটি ধরে রাখতে পারছি না। তবে আমাদের সেই দিকে নজর দিতে হবে। একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলে সেই দেশের বিভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচিত হবে। আমরা রাতারাতি সব শিক্ষার্থীদের জন্য আবাসন সুবিধা দিতে পারছি না। তবে আমরা আরও বেশ কয়েকটি হল নির্মাণের জন্য সরকারের সঙ্গে আলোচনা করছি।’

হলের প্রভোস্ট এবং রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এ. জি. এম. নিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আল-আমীন, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্যা পাটওয়ারী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
করোনায় আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ৮
মুল্ডারের বিশ্ব রেকর্ডের টেস্ট জিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ দক্ষিণ আফ্রিকার
বাংলাদেশ সিরিজে পাকিস্তান দলে সুযোগ হয়নি বাবর-রিজওয়ানদের
পুনর্বাসনসহ বিভিন্ন দাবিতে রংপুরে ভূমিহীনদের বিক্ষোভ সমাবেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবম ‘ইসল ডে’ উদ্‌যাপন
টানা ভারী বর্ষণে সাতক্ষীরার নিম্নাঞ্চল প্লাবিত, জনদুর্ভোগ, পানিবন্দি হাজারো মানুষ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গেস্ট হাউজের উদ্বোধন
ভাবমূর্তি পুনরুদ্ধারে কাজ করছে নির্বাচন কমিশন: সিইসি
চট্টগ্রামে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা
চট্টগ্রামে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠায় কমিশনের সুপারিশকে স্বাগত জানিয়েছেন ৩১৫ আইনজীবী
১০