নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

বাসস
প্রকাশ: ০৩ মে ২০২৫, ১৮:১৪

নওগাঁ, ৩ মে ২০২৫ (বাসস) : জেলায় আজ সাপাহার ও মহাদেবপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ফরহাদ হোসেন (২০) এবং আতোয়ার হোসেন (৪৫) নামের দুইব্যক্তি নিহত হয়েছেন। 

আজ শনিবার দুপুরে এ দু’টি পৃথক দুর্ঘটনা ঘটে।

নিহত ফরহাদ হোসেন জেলার পত্নীতলা উপজেলার মধুইল আলিয়া মাদ্রাসাপাড়া এলাকার সায়েম আলীর ছেলে এবং নিহত আতোয়ার হোসেন জেলার মহাদেবপুর উপজেলার শুখনা গোপালপুর গ্রামের শফি মন্ডলের ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরহাদ হোসেন এবং তার আরও দুই বন্ধু মিলে সাপাহারের জবই বিল ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে সাপাহার জিরো পয়েন্ট এলাকা থেকে একটি মোটরসাইকেল ভাড়া করেন। পথিমধ্যে জেলার মানিকুড়া-জবই বিল আঞ্চলিক সড়কের সৈয়দপুর নামক স্থানে অতিরিক্ত গতির কারনে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা তিনজন ছিঁটকে সড়কের পড়ে যান এবং ঘটনাস্থলেই ফরহাদ মারা যায়। মোটরসাইকেলে থাকা ফরহাদের দুই বন্ধু রিফাত এবং শিশির আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে রিফাত এবং শিশিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে, শনিবার মহাদেবপুর উপজেলায় কাজ শেষে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন আতোয়ার হোসেন। পথিমধ্যে তিনি উপজেলার নাটশাল নবীনগর মাদ্রাসার সামনে পৌঁছালে মহাদেবপুর থেকে মাতাজিগামী একটি ড্রাম ট্রাক তার বাইসাইকেলে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ট্রাকসহ চালককে আটক করে। 

সড়ক দুর্ঘটনায় একব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা জানান, নিহত আতোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
কোনো অবস্থাতেই দুর্নীতি-স্বজনপ্রীতি সমর্থন করা হবে না : ডা. জাহিদ
মালদ্বীপে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার প্রস্তাব
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কাল
পাঁচটি ব্যাংক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়া হবে : বাংলাদেশ ব্যাংক
এলজিইডির প্রধান প্রকৌশলীর দায়িত্বে জাবেদ করিম
স্লোভাকিয়ায় ভালুক নিধনের বিরুদ্ধে ইইউ’তে অভিযোগ দিয়েছে গ্রিনপিস
এনসিপির মনোনয়ন ফরম বিতরণ শুরু
১০