ভাষানচর থেকে পালানো নারী-পুরুষ ও শিশুসহ ৩৫ রোহিঙ্গা চট্টগ্রামে আটক

বাসস
প্রকাশ: ০৩ মে ২০২৫, ১৮:২৮
নোয়াখালীর ভাষানচর থেকে পালিয়ে আসা ৩৫ রোহিঙ্গাকে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন খেজুর তলা বেড়িবাঁধ এলাকা থেকে আটক করেছে র‌্যাব-৭।ছবি: বাসস

চট্টগ্রাম, ৩ মে, ২০২৫ (বাসস) : নোয়াখালীর ভাষানচর থেকে পালিয়ে আসা নারী-পুরুষ ও শিশুসহ ৩৫ রোহিঙ্গাকে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন খেজুর তলা বেড়িবাঁধ এলাকা থেকে আটক করেছে র‌্যাব-৭ এর একটি টিম।

শনিবার (৩ মে) সাড়ে ১১ টার দিকে খেজুরতলা বেড়িবাঁধ থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন।

তিনি জানান, আটককৃত রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, নোয়াখালীর ভাষানচর এলাকায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প থেকে কৌশলে পালিয়ে আসে এবং চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন অঞ্চলে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে পতেঙ্গা সি-বিচ এলাকার খেজুরতলা বেড়িবাঁধে অবস্থান নেয়।

তিনি আরো জানান, ইঞ্জিন বোটে করে কিছু রোহিঙ্গা পতেঙ্গা ঘাট দিয়ে চট্টগ্রামে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটককৃতরা জানিয়েছেন, টাকার বিনিময়ে দালালের মাধ্যমে তারা প্রবেশ করেছে। আটককৃতদের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
কোনো অবস্থাতেই দুর্নীতি-স্বজনপ্রীতি সমর্থন করা হবে না : ডা. জাহিদ
মালদ্বীপে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার প্রস্তাব
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কাল
পাঁচটি ব্যাংক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়া হবে : বাংলাদেশ ব্যাংক
এলজিইডির প্রধান প্রকৌশলীর দায়িত্বে জাবেদ করিম
স্লোভাকিয়ায় ভালুক নিধনের বিরুদ্ধে ইইউ’তে অভিযোগ দিয়েছে গ্রিনপিস
এনসিপির মনোনয়ন ফরম বিতরণ শুরু
১০