সরকারি ধান ক্রয়ে যাতে সিন্ডিকেট না হয় জেলা প্রশাসন তা মনিটরিং করবে : খাদ্য সচিব

বাসস
প্রকাশ: ০৩ মে ২০২৫, ১৯:০০
হবিগঞ্জের বানিয়াচংয়ের সুবিদপুরে কৃষকদের কাছ থেকে বোরো ধান ক্রয় ও মতবিনিময় করেন খাদ্য সচিব মো. মাসুদুল হাসান। ছবি: বাসস

হবিগঞ্জ, ৩ মে, ২০২৫ (বাসস) : খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসান বলেছেন, প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হবে। ধান ক্রয়ে যাতে সিন্ডিকেট না হয় সে ব্যাপার জেলা প্রশাসনের মাধ্যমে মনিটরিং করা হবে।

তিনি বলেন, ‘আমরা চাই প্রকৃত কৃষকরাই যেন তাদের কষ্টের ফসল সরকারের কাছে উপযুক্ত দাম দিয়ে বিক্রি করতে পারেন। এ ক্ষেত্রে কোনো সিন্ডিকেট বরদাস্ত করা হবে না। এ ধরনের কোনো ঘটনা ঘটলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

হবিগঞ্জের বানিয়াচংয়ের সুবিদপুরে অভ্যন্তরীণ মাঠ পর্যায়ের কৃষকদের কাছ থেকে বোরো ধান ক্রয় ও কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্য সচিব এসব কথা বলেন।

বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান, সিলেট বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম, হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আকতারুজ্জামান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
কোনো অবস্থাতেই দুর্নীতি-স্বজনপ্রীতি সমর্থন করা হবে না : ডা. জাহিদ
মালদ্বীপে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার প্রস্তাব
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কাল
পাঁচটি ব্যাংক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়া হবে : বাংলাদেশ ব্যাংক
এলজিইডির প্রধান প্রকৌশলীর দায়িত্বে জাবেদ করিম
স্লোভাকিয়ায় ভালুক নিধনের বিরুদ্ধে ইইউ’তে অভিযোগ দিয়েছে গ্রিনপিস
এনসিপির মনোনয়ন ফরম বিতরণ শুরু
১০