সরকারি ধান ক্রয়ে যাতে সিন্ডিকেট না হয় জেলা প্রশাসন তা মনিটরিং করবে : খাদ্য সচিব

বাসস
প্রকাশ: ০৩ মে ২০২৫, ১৯:০০
হবিগঞ্জের বানিয়াচংয়ের সুবিদপুরে কৃষকদের কাছ থেকে বোরো ধান ক্রয় ও মতবিনিময় করেন খাদ্য সচিব মো. মাসুদুল হাসান। ছবি: বাসস

হবিগঞ্জ, ৩ মে, ২০২৫ (বাসস) : খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসান বলেছেন, প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হবে। ধান ক্রয়ে যাতে সিন্ডিকেট না হয় সে ব্যাপার জেলা প্রশাসনের মাধ্যমে মনিটরিং করা হবে।

তিনি বলেন, ‘আমরা চাই প্রকৃত কৃষকরাই যেন তাদের কষ্টের ফসল সরকারের কাছে উপযুক্ত দাম দিয়ে বিক্রি করতে পারেন। এ ক্ষেত্রে কোনো সিন্ডিকেট বরদাস্ত করা হবে না। এ ধরনের কোনো ঘটনা ঘটলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

হবিগঞ্জের বানিয়াচংয়ের সুবিদপুরে অভ্যন্তরীণ মাঠ পর্যায়ের কৃষকদের কাছ থেকে বোরো ধান ক্রয় ও কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্য সচিব এসব কথা বলেন।

বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান, সিলেট বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম, হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আকতারুজ্জামান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বৈরাচার সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করে দিয়েছে : ড. আব্দুল মঈন খান
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ
১০