সরকারি ধান ক্রয়ে যাতে সিন্ডিকেট না হয় জেলা প্রশাসন তা মনিটরিং করবে : খাদ্য সচিব

বাসস
প্রকাশ: ০৩ মে ২০২৫, ১৯:০০
হবিগঞ্জের বানিয়াচংয়ের সুবিদপুরে কৃষকদের কাছ থেকে বোরো ধান ক্রয় ও মতবিনিময় করেন খাদ্য সচিব মো. মাসুদুল হাসান। ছবি: বাসস

হবিগঞ্জ, ৩ মে, ২০২৫ (বাসস) : খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসান বলেছেন, প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হবে। ধান ক্রয়ে যাতে সিন্ডিকেট না হয় সে ব্যাপার জেলা প্রশাসনের মাধ্যমে মনিটরিং করা হবে।

তিনি বলেন, ‘আমরা চাই প্রকৃত কৃষকরাই যেন তাদের কষ্টের ফসল সরকারের কাছে উপযুক্ত দাম দিয়ে বিক্রি করতে পারেন। এ ক্ষেত্রে কোনো সিন্ডিকেট বরদাস্ত করা হবে না। এ ধরনের কোনো ঘটনা ঘটলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

হবিগঞ্জের বানিয়াচংয়ের সুবিদপুরে অভ্যন্তরীণ মাঠ পর্যায়ের কৃষকদের কাছ থেকে বোরো ধান ক্রয় ও কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্য সচিব এসব কথা বলেন।

বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান, সিলেট বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম, হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আকতারুজ্জামান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাবের সাফল্য আকাশচুম্বী
শ্রমিকদের ন্যায্য অধিকার সংরক্ষণে কাজ করছে সরকার : শ্রম সচিব
ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
খুলনার বৃক্ষমেলায় চারদিনে ১০ হাজার ৪২৩টি চারা বিক্রি
যারা পুরোনো সিস্টেমকে টিকিয়ে রাখতে চায় জনগণ তাদের মেনে নেবে না : নাহিদ ইসলাম
আইএইএ’র সঙ্গে সহযোগিতা হবে ‘নতুন রূপে’ : ইরান
আমরা রাজনীতি করব নতুন প্রজন্মকে একটি সুন্দর স্থিতিশীল ভবিষ্যৎ দেওয়ার জন্য : আজম খান
সত্য প্রকাশ করলে ক্ষমা পাবেন ‘রাজসাক্ষী’ চৌধুরী মামুন
শিল্পকলায় জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে ‘ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ ১৪ জুলাই
চাঁদপুরে খতিব হত্যাচেষ্টায় অভিযুক্ত আসামিকে জেলে প্রেরণ
১০