‘মওলানা ভাসানী ছিলেন বাংলার সবচেয়ে ক্যারিশম্যাটিক নেতা’

বাসস
প্রকাশ: ০৩ মে ২০২৫, ১৯:১০ আপডেট: : ০৩ মে ২০২৫, ১৯:১৮
শনিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও গণগ্রন্থাগার বিভাগের যৌথ আয়োজনে ভাসানীর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা। ছবি : বাসস

টাঙ্গাইল, ৩ মে, ২০২৫ (বাসস): জেলা সরকারি গণগ্রন্থাগারে আয়োজিত আলোচনা সভায় বক্তারা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘মজলুম নেতা’ নামে খ্যাত মওলানা ভাসানী ছিলেন বাংলার সবচেয়ে ক্যারিশম্যাটিক ও প্রভাবশালী নেতা।

আজ শনিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং গণগ্রন্থাগার বিভাগ যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে। অতিথিরা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পাঠকরা মওলানা ভাসানী সম্পর্কে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করেন এবং অতিথিরা তাদের প্রশ্নের উত্তর দেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মো. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণগ্রন্থাগার বিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মনীশ চাকমা।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ইঞ্জিনিয়ার মো. তৌহিদুল ইসলাম।

গণগ্রন্থাগার বিভাগের সহকারী পরিচালক মো. আল-মামুন হাওলাদার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
কোনো অবস্থাতেই দুর্নীতি-স্বজনপ্রীতি সমর্থন করা হবে না : ডা. জাহিদ
মালদ্বীপে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার প্রস্তাব
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কাল
পাঁচটি ব্যাংক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়া হবে : বাংলাদেশ ব্যাংক
এলজিইডির প্রধান প্রকৌশলীর দায়িত্বে জাবেদ করিম
স্লোভাকিয়ায় ভালুক নিধনের বিরুদ্ধে ইইউ’তে অভিযোগ দিয়েছে গ্রিনপিস
এনসিপির মনোনয়ন ফরম বিতরণ শুরু
১০