আটকের ৮ ঘণ্টা পর দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

বাসস
প্রকাশ: ০৩ মে ২০২৫, ১৯:৪৬
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আটকের আট ঘণ্টা পর বিএসএফ দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে। ছবি: বাসস

লালমনিরহাট, ৩ মে, ২০২৫ (বাসস): জেলার পাটগ্রাম সীমান্তে আটকের আট ঘণ্টা পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক এসএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাথে বৈঠকের পর আজ বেলা ২টার দিকে বুড়িমারী স্থলবন্দর দিয়ে দুই বাংলাদেশিকে ফেরত পাঠায় বিএসএফ। বিজিবি বাংলাদেশি দুই নাগরিককে বিএসএফের কাছ থেকে গ্রহণের আগে তাদের মেডিকেল পরীক্ষা করে।

বিজিবি সূত্র জানায়, বগুড়া সদর থেকে পাটগ্রামে আসা পাটগ্রাম উপজেলার মুস্তাক হোসেনের ছেলে রিমন এবং তার মামা সাজেদুল ইসলামকে বিএসএফ আটক করে। গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বিএসএফ তাদের আটক করে। গাটিয়ারপাড় সীমান্ত এলাকার ৮২৫ নম্বর সাব-পিলার থেকে তাদের আটক করা হয়। রিমন এসএসসি পরীক্ষার্থী।

বিজিবি সূত্র জানায়, বাংলাদেশের ভেতর থেকে ভারতীয় ভূখণ্ডের একটি চা বাগানের ভিডিও ধারণ করার সময় রিমন ও সাজেদুলকে বিএসএফ আটক করে।

তথ্য পেয়ে বিজিবি কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধারের ব্যবস্থা নেন এবং একটি পতাকা বৈঠক করেন। বৈঠকের পর  বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হয়।

স্থানীয় জনগণ বাংলাদেশি দুই নাগরিককে ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপের জন্য বিজিবিকে ধন্যবাদ জানায়।

পাটগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান বলেন, বিজিবি সদস্যদের কাছ থেকে যোগাযোগ করার পরপরই বিএসএফ কর্মকর্তারা তাতে সাড়া দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বৈরাচার সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করে দিয়েছে : ড. আব্দুল মঈন খান
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ
১০