আটকের ৮ ঘণ্টা পর দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

বাসস
প্রকাশ: ০৩ মে ২০২৫, ১৯:৪৬
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আটকের আট ঘণ্টা পর বিএসএফ দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে। ছবি: বাসস

লালমনিরহাট, ৩ মে, ২০২৫ (বাসস): জেলার পাটগ্রাম সীমান্তে আটকের আট ঘণ্টা পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক এসএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাথে বৈঠকের পর আজ বেলা ২টার দিকে বুড়িমারী স্থলবন্দর দিয়ে দুই বাংলাদেশিকে ফেরত পাঠায় বিএসএফ। বিজিবি বাংলাদেশি দুই নাগরিককে বিএসএফের কাছ থেকে গ্রহণের আগে তাদের মেডিকেল পরীক্ষা করে।

বিজিবি সূত্র জানায়, বগুড়া সদর থেকে পাটগ্রামে আসা পাটগ্রাম উপজেলার মুস্তাক হোসেনের ছেলে রিমন এবং তার মামা সাজেদুল ইসলামকে বিএসএফ আটক করে। গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বিএসএফ তাদের আটক করে। গাটিয়ারপাড় সীমান্ত এলাকার ৮২৫ নম্বর সাব-পিলার থেকে তাদের আটক করা হয়। রিমন এসএসসি পরীক্ষার্থী।

বিজিবি সূত্র জানায়, বাংলাদেশের ভেতর থেকে ভারতীয় ভূখণ্ডের একটি চা বাগানের ভিডিও ধারণ করার সময় রিমন ও সাজেদুলকে বিএসএফ আটক করে।

তথ্য পেয়ে বিজিবি কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধারের ব্যবস্থা নেন এবং একটি পতাকা বৈঠক করেন। বৈঠকের পর  বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হয়।

স্থানীয় জনগণ বাংলাদেশি দুই নাগরিককে ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপের জন্য বিজিবিকে ধন্যবাদ জানায়।

পাটগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান বলেন, বিজিবি সদস্যদের কাছ থেকে যোগাযোগ করার পরপরই বিএসএফ কর্মকর্তারা তাতে সাড়া দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
কোনো অবস্থাতেই দুর্নীতি-স্বজনপ্রীতি সমর্থন করা হবে না : ডা. জাহিদ
মালদ্বীপে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার প্রস্তাব
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কাল
পাঁচটি ব্যাংক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়া হবে : বাংলাদেশ ব্যাংক
এলজিইডির প্রধান প্রকৌশলীর দায়িত্বে জাবেদ করিম
স্লোভাকিয়ায় ভালুক নিধনের বিরুদ্ধে ইইউ’তে অভিযোগ দিয়েছে গ্রিনপিস
এনসিপির মনোনয়ন ফরম বিতরণ শুরু
১০