পুলিশ সপ্তাহ ২০২৫ : পুনাক আনন্দমেলায় চতুর্থ স্থান অর্জন করেছে বাগেরহাট জেলা

বাসস
প্রকাশ: ০৩ মে ২০২৫, ১৯:৫৯
ছবি : বাসস

বাগেরহাট, ৩ মে ২০২৫(বাসস) : ‘পুলিশ সপ্তাহ ২০২৫’ উপলক্ষে আয়োজিত বার্ষিক পুনাক সমাবেশ ও  আনন্দমেলায় চতুর্থ সেরা নির্বাচিত হয়েছে বাগেরহাট পুলিশ নারী কল্যাণ (পুনাক) সমিতি।

‘আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত ‘পুলিশ সপ্তাহ ২০২৫’ উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন জেলা ইউনিট পুনাকের আয়োজনে রাজারবাগ মাঠে বিভিন্ন প্রকারের স্টল দেওয়া হয়। অত্যন্ত প্রতিযোগিতামূলক এই স্টলগুলোর উপস্থাপনা শৈলী, সাজসজ্জা, পণ্যের ধরণ ও মানসহ সার্বিক বিষয় বিবেচনা করে জুরি বোর্ড প্রত্যেক স্টলকে আলাদা আলাদা ‘নম্বর’ প্রদান করে। এর ভিত্তিতে পুনাকের বিজয়ী ইউনিটসমূহকে  সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ বছর পুনাক আনন্দমেলা বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে বরিশাল মেট্রো পুনাক, যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে কিশোরগঞ্জ ও চট্টগ্রাম জেলা পুনাক,  যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেছে রাজশাহী ও রাঙামাটি জেলা পুনাক, যৌথভাবে চতুর্থ স্থান পেয়েছে বাগেরহাট ও টাঙ্গাইল জেলা পুনাক। বগুড়া ও নরসিংদী জেলা পুনাক যৌথভাবে পঞ্চম স্থান অর্জন করেছে।

পুলিশ সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি গতকাল রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ‘বার্ষিক পুনাক সমাবেশ ও আনন্দমেলা’ আয়োজন করে। পুনাকের  সভানেত্রী আফরোজা হেলেনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকি, পুনাকের সাবেক সভানেত্রী  ফয়জুন নেছা বেগমসহ জেলা পুলিশ সমূহের সম্মানিত পুনাক সভানেত্রীবৃন্দ ।

অনুষ্ঠানের অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। বাগেরহাট জেলা পুনাকের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন জেলা পুনাকের সভানেত্রী শোভা আরিফ।

শোভা আরিফ এ প্রসঙ্গে বলেন, সুনির্র্দিষ্ট পরিকল্পনা ও  পরিশ্রমের ফলশ্রুতিতে বাগেরহাট জেলা পুনাকের স্টলটি সারা দেশের মধ্যে চতুর্থ স্থান অর্জন করায় বাগেরহাট জেলা পুনাক অত্যন্ত গর্বিত। তিনি বাগেরহাট  জেলা পুনাক স্টলের সাথে জড়িত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

গত ২৯ এপ্রিল ‘পুলিশ সপ্তাহ-২০২৫’ শুরু হয়। এ উপলক্ষে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি আয়োজিত আনন্দমেলাটি আজ শেষ হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৩৩ জন 
মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার
দুদকের ৪টি অভিযানে দুর্নীতি ও অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলেছে
কাঠমান্ডু থেকে দেশে ফিরলেন বাংলাদেশ ফুটবল দল ও আটকে পড়া নাগরিকরা
জয় দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ
বৈষম্যের শিকার অফিসারদের আবেদনপত্র ২১ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে
দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে রাজবাড়িতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
জামায়াতের আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
‘পোপ ফেস্ট’ উদযাপনে ভ্যাটিকান রাষ্ট্রদূতের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দল
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোন বিকল্প আমাদের হাতে নেই : প্রধান উপদেষ্টা
১০