সাতক্ষীরায় ট্রাক ভর্তি অপরিপক্ক আম জব্দ

বাসস
প্রকাশ: ০৩ মে ২০২৫, ২০:২৮
ছবি : বাসস

সাতক্ষীরা, ৩ মে, ২০২৫ (বাসস) : সাতক্ষীরায় ট্রাকভর্তি অপরিপক্ক আম বাজারজাতের চেষ্টাকালে প্রশাসনের সহযোগিতায় তা জব্দ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা।

আজ শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক থেকে এ সব আম জব্দ করা হয়। পরে জব্দকৃত আমগুলো প্রশাসনের সহযোগিতায় বিনষ্ট করা হয়।

জানা যায়, কিছু অসাধু ব্যবসায়ী সাতক্ষীরা থেকে এক ট্রাক অপরিপক্ক আম বাজারজাতকরণের জন্য রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা শহরের বাইপাস সড়কে অভিযান চালায়।

 

এ সময় তারা সেখান থেকে আমবোঝাই একটি ট্রাক জব্দ করে জেলা প্রশাসনের খবর দেন। পরে জেলা প্রশাসনের সহযোগিতায় ওই ট্রাক থেকে ৪০০ ক্যারেট (প্রায় ৯ হাজার কেজি) গোবিন্দভোগ জাতের অপরিপক্ক আম জব্দ করা হয়।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোয়াইব আহমাদ বিষয়টি নিশ্চিত করে জানান, সাতক্ষীরার গোবিন্দভোগ আম বাজারজাতের জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে। কিন্তু তার আগেই কিছু অসাধু ব্যবসায়ী আম বাজারজাতের চেষ্টা করে আসছেন। তিনি আরো জানান, ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সহায়তায় শহরের বাইপাস সড়ক থেকে আজ এক ট্রাক আম জব্দ করে তা বিনষ্ট করা হয়েছে।

অভিযানের সময় সেখানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাতক্ষীরা বড়বাজারের ব্যবসায়ীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
কোনো অবস্থাতেই দুর্নীতি-স্বজনপ্রীতি সমর্থন করা হবে না : ডা. জাহিদ
মালদ্বীপে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার প্রস্তাব
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কাল
পাঁচটি ব্যাংক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়া হবে : বাংলাদেশ ব্যাংক
এলজিইডির প্রধান প্রকৌশলীর দায়িত্বে জাবেদ করিম
স্লোভাকিয়ায় ভালুক নিধনের বিরুদ্ধে ইইউ’তে অভিযোগ দিয়েছে গ্রিনপিস
এনসিপির মনোনয়ন ফরম বিতরণ শুরু
১০