সাতক্ষীরায় ট্রাক ভর্তি অপরিপক্ক আম জব্দ

বাসস
প্রকাশ: ০৩ মে ২০২৫, ২০:২৮
ছবি : বাসস

সাতক্ষীরা, ৩ মে, ২০২৫ (বাসস) : সাতক্ষীরায় ট্রাকভর্তি অপরিপক্ক আম বাজারজাতের চেষ্টাকালে প্রশাসনের সহযোগিতায় তা জব্দ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা।

আজ শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক থেকে এ সব আম জব্দ করা হয়। পরে জব্দকৃত আমগুলো প্রশাসনের সহযোগিতায় বিনষ্ট করা হয়।

জানা যায়, কিছু অসাধু ব্যবসায়ী সাতক্ষীরা থেকে এক ট্রাক অপরিপক্ক আম বাজারজাতকরণের জন্য রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা শহরের বাইপাস সড়কে অভিযান চালায়।

 

এ সময় তারা সেখান থেকে আমবোঝাই একটি ট্রাক জব্দ করে জেলা প্রশাসনের খবর দেন। পরে জেলা প্রশাসনের সহযোগিতায় ওই ট্রাক থেকে ৪০০ ক্যারেট (প্রায় ৯ হাজার কেজি) গোবিন্দভোগ জাতের অপরিপক্ক আম জব্দ করা হয়।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোয়াইব আহমাদ বিষয়টি নিশ্চিত করে জানান, সাতক্ষীরার গোবিন্দভোগ আম বাজারজাতের জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে। কিন্তু তার আগেই কিছু অসাধু ব্যবসায়ী আম বাজারজাতের চেষ্টা করে আসছেন। তিনি আরো জানান, ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সহায়তায় শহরের বাইপাস সড়ক থেকে আজ এক ট্রাক আম জব্দ করে তা বিনষ্ট করা হয়েছে।

অভিযানের সময় সেখানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাতক্ষীরা বড়বাজারের ব্যবসায়ীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বৈরাচার সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করে দিয়েছে : ড. আব্দুল মঈন খান
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ
১০