চট্টগ্রামে সোয়া ৪ কোটি টাকার মদ ও বিয়ার উদ্ধার

বাসস
প্রকাশ: ০৩ মে ২০২৫, ২০:২৯
শনিবার চট্টগ্রামে সোয়া ৪ কোটি টাকার মদ ও বিয়ার উদ্ধার করেছে কোস্ট গার্ডের পূর্ব জোনের সদস্যরা।। ছবি: বাসস

চট্টগ্রাম, ৩ মে, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি মদ ও বিয়ারের বড় চালান আটক করেছে কোস্ট গার্ডের পূর্ব জোনের সদস্যরা। এসব মদ ও বিয়ারের মূল্য প্রায় সোয়া ৪ কোটি টাকা বলে কোস্ট গার্ড জানিয়েছে।  

শনিবার সকালে নগরীর হালিশহর ডগির খাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি মদ ও বিয়ারের বড় এই চালান আটক করা হয়।

কোস্ট গার্ড পূর্ব জোনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের আভিযানিক দল চট্টগ্রামের হালিশহরের ডগির খাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে কয়েকজনকে একটি ডেনিশ বোট হতে সন্দেহজনক কিছু বস্তা নামাতে দেখা যায়। এ সময় তাদের থামার সংকেত দিলে তারা বোট এবং বস্তাগুলো জঙ্গলে ফেলে প্যারাবন দিয়ে পালিয়ে যায়। 

পরে বোট এবং খালের পার্শ্ববর্তী জঙ্গলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক ৪ কোটি ১৫ লাখ ১৩ হাজার টাকা মূল্যের ৩৩০ এমএল সাইজের হাইনেকেন অরিজিনাল বিয়ার ১ হাজার ৫৬ পিস, ১ হাজার এমএল সাইজের পাসপোর্ট স্কচ ৩০০ পিচ, ১ হাজার এমএল সাইজের রেড লেভেল ২৫০ পিস, ১ হাজার এমএল সাইজের হান্ড্রেড পাইপার্স ৩৪৭ পিস মদ এবং ৪ বোতল টুইন ভ্যালি অলিভ ওয়েল উদ্ধার করা হয়।

মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডাকসুতে ৭৮ শতাংশ ভোট কাস্টিং প্রমাণ করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ছাড়াই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব : ফুয়াদ
কাতারে হামলার নিন্দা জানাতে আমিরাতে ইসরাইলি দূতকে তলব
গাজীপুরে আগ্নেয়াস্ত্রসহ ১ জন গ্রেফতার
নতুন নেতা খুঁজছে নেপাল, সহিংসতার পর রাস্তার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী
তারুণ্যের উৎসব : চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
৫২ ঘণ্টা পর চবি’র ৯ শিক্ষার্থীর অনশন ভাঙালেন উপাচার্য
রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বৃদ্ধি করলো জাপান
সিলেটে সোয়া ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
রুশ মহড়ায় তাৎক্ষণিক সামরিক হুমকি দেখছে না ন্যাটো
রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ২ আসামি গ্রেফতার
১০