জুলাই বিপ্লব বাংলাদেশকে নতুনভাবে গড়ার সুযোগ করে দিয়েছে : কামাল উদ্দিন সবুজ

বাসস
প্রকাশ: ০৩ মে ২০২৫, ২০:৪৩
ছবি : বাসস

ফেনী, ৩ মে, ২০২৫ (বাসস) : জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রূপান্তর সম্পাদক কামাল উদ্দিন সবুজ বলেছেন, চব্বিশের জুলাই বিপ্লব বাংলাদেশকে নতুনভাবে গড়ার সুযোগ করে দিয়েছে। এই সুযোগ আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজে লাগাতে হবে। 

আজ শনিবার বিকেলে ফেনী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।  

তিনি বলেন, সাংবাদিকতার সঙ্গে রাজনীতিকে মেলানো কখনোই ঠিক নয়। রাজনৈতিক চিন্তার বাইরে গিয়ে সাংবাদিকদের এক জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে। যেখানে সব মত-পথের সাংবাদিকদের সম্মীলন ঘটবে। ফেনী থেকে সেই যাত্রা শুরু হোক। 

ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল আমিন খান।

কামাল উদ্দিন সবুজ বলেন, ৫ আগস্টের আগে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছিল। ভিন্নমতের কারনে হওয়া মামলা প্রত্যাহারসহ নিপীড়ন-নির্যাতন বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, গণমাধ্যমকে গণমুখী করার জন্য কাজ করতে হবে। যুগে-যুগে অনেক সাংবাদিক মারা গেছেন। ঝুঁকি নিয়ে কাজ করতে হবে। গত ৮ মাসে দেশের গণমাধ্যম ১৬ ধাপ এগিয়েছে। আরও এগিয়ে নিতে হবে। 

ইউনিটির সাধারণ সম্পাদক দিদারুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহীম, সিনিয়র সাাংবাদিক মামুনুর রশিদ, ডিবিসি ও অবজারভার প্রতিনিধি আবু তাহের ভূঁইয়া, দৈনিক ফেনী সম্পাদক আরিফ রিজভী, মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শুকদেব নাথ তপন ও এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, মানবজমিন ও বিডিনিউজ প্রতিনিধি নাজমুল হক শামীম, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খোন্দকার এবং মানবাধিকার সংগঠক হুমায়ুন কবীর পাটোয়ারি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বৈরাচার সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করে দিয়েছে : ড. আব্দুল মঈন খান
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ
১০