জুলাই বিপ্লব বাংলাদেশকে নতুনভাবে গড়ার সুযোগ করে দিয়েছে : কামাল উদ্দিন সবুজ

বাসস
প্রকাশ: ০৩ মে ২০২৫, ২০:৪৩
ছবি : বাসস

ফেনী, ৩ মে, ২০২৫ (বাসস) : জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রূপান্তর সম্পাদক কামাল উদ্দিন সবুজ বলেছেন, চব্বিশের জুলাই বিপ্লব বাংলাদেশকে নতুনভাবে গড়ার সুযোগ করে দিয়েছে। এই সুযোগ আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজে লাগাতে হবে। 

আজ শনিবার বিকেলে ফেনী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।  

তিনি বলেন, সাংবাদিকতার সঙ্গে রাজনীতিকে মেলানো কখনোই ঠিক নয়। রাজনৈতিক চিন্তার বাইরে গিয়ে সাংবাদিকদের এক জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে। যেখানে সব মত-পথের সাংবাদিকদের সম্মীলন ঘটবে। ফেনী থেকে সেই যাত্রা শুরু হোক। 

ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল আমিন খান।

কামাল উদ্দিন সবুজ বলেন, ৫ আগস্টের আগে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছিল। ভিন্নমতের কারনে হওয়া মামলা প্রত্যাহারসহ নিপীড়ন-নির্যাতন বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, গণমাধ্যমকে গণমুখী করার জন্য কাজ করতে হবে। যুগে-যুগে অনেক সাংবাদিক মারা গেছেন। ঝুঁকি নিয়ে কাজ করতে হবে। গত ৮ মাসে দেশের গণমাধ্যম ১৬ ধাপ এগিয়েছে। আরও এগিয়ে নিতে হবে। 

ইউনিটির সাধারণ সম্পাদক দিদারুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহীম, সিনিয়র সাাংবাদিক মামুনুর রশিদ, ডিবিসি ও অবজারভার প্রতিনিধি আবু তাহের ভূঁইয়া, দৈনিক ফেনী সম্পাদক আরিফ রিজভী, মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শুকদেব নাথ তপন ও এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, মানবজমিন ও বিডিনিউজ প্রতিনিধি নাজমুল হক শামীম, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খোন্দকার এবং মানবাধিকার সংগঠক হুমায়ুন কবীর পাটোয়ারি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাবের সাফল্য আকাশচুম্বী
শ্রমিকদের ন্যায্য অধিকার সংরক্ষণে কাজ করছে সরকার : শ্রম সচিব
ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
খুলনার বৃক্ষমেলায় চারদিনে ১০ হাজার ৪২৩টি চারা বিক্রি
যারা পুরোনো সিস্টেমকে টিকিয়ে রাখতে চায় জনগণ তাদের মেনে নেবে না : নাহিদ ইসলাম
আইএইএ’র সঙ্গে সহযোগিতা হবে ‘নতুন রূপে’ : ইরান
আমরা রাজনীতি করব নতুন প্রজন্মকে একটি সুন্দর স্থিতিশীল ভবিষ্যৎ দেওয়ার জন্য : আজম খান
সত্য প্রকাশ করলে ক্ষমা পাবেন ‘রাজসাক্ষী’ চৌধুরী মামুন
শিল্পকলায় জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে ‘ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ ১৪ জুলাই
চাঁদপুরে খতিব হত্যাচেষ্টায় অভিযুক্ত আসামিকে জেলে প্রেরণ
১০